পাঁচ বছর পর সুদের হার কমাল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। ফলে স্বস্তি পেতে চলেছেন রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কের ঋণগ্রহণকারীরা। এ বার কমবে তাঁদের মাসিক কিস্তির অঙ্ক। গাড়ি ও বাড়ির ঋণ কতটা সস্তা হতে চলেছে, আনন্দবাজার অনলাইনের এই প্রতিবেদনে রইল তার হদিস।
রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কের অধিকাংশ ঋণ আরবিআইয়ের রেপো রেটের সঙ্গে সম্পর্ক যুক্ত। সেই তালিকায় রয়েছে বাড়ি, গাড়ি এবং এমএসই ঋণ। এক্সটার্নাল বেঞ্চমার্ক লিঙ্কড রেটের (ইবিএলআর) উপর এই ঋণগুলির সুদের হার নির্ভর করে। রেপো রেট কমলে স্বাভাবিক ভাবেই হ্রাস পায় ইবিএলআরের হার।
একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝা যেতে পারে। ধরা যাক, কোনও গ্রাহকের ১০ লক্ষ টাকার একটি গাড়ির ঋণ রয়েছে। পাঁচ বছরের মেয়াদে ন’শতাংশ সুদের হারে ওই ঋণ নিয়েছেন তিনি। অর্থাৎ সংশ্লিষ্ট গ্রাহককে মাসিক কিস্তিতে দিতে হচ্ছে ২০,৭৫৮ টাকা।
কিন্তু আরবিআই রেপো রেট কমানোয় ওই ব্যক্তির গাড়ির ঋণের সুদের হার নেমে দাঁড়াবে ৮.৭৫ শতাংশ। ফলে তাঁর মাসিক কিস্তি কমে হবে ২০,৬৩৭ টাকা। একই ভাবে সুবিধা পাবেন বাড়ি ঋণের গ্রাহক।
গাড়ি ও বাড়ির ঋণের নতুন আবেদনকারীরাও এর সুবিধা পাবেন। রিজ়ার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোয় নতুন করে ঋণের সর্বনিম্ন সুদের হার ঘোষণা করতে পারে সমস্ত রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ক। এতে লাভবান হবেন গ্রাহকেরা।
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি তিন দিনের মুদ্রা নীতি কমিটির বৈঠকের পর রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট হ্রাস করার কথা ঘোষণা করেন আরবিআইয়ের নতুন গভর্নর সঞ্জয় মলহোত্র। ফলে রেপো রেট ৬.৫ শতাংশ থেকে কমে ৬.২৫ শতাংশে নেমে এসেছে। পাঁচ বছর পর সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ব্যাঙ্ক।
রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কগুলিকে যে সুদের হার রিজ়ার্ভ ব্যাঙ্ক ঋণ দিয়ে থাকে অর্থনীতির পরিভাষায় তাঁকেই বলে রেপো রেট। আর তাই এটি হ্রাস পেলে ব্যাঙ্কের ঋণের ক্ষেত্রে কমে যায় সুদের হার।
২০২০ সালে মে মাসে শেষ বার রেপো রেট কমিয়েছিল আরবিআই। শুধু তা-ই নয়, গত দু’বছর সুদের হার অপরিবর্তিত রেখেছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। গত বছরের ডিসেম্বরে আরবিআই গভর্নরের দায়িত্বভার গ্রহণ করেন সঞ্জয় মলহোত্র। প্রথম মুদ্রানীতি কমিটির বৈঠকেই সুদের হার হ্রাস করলেন তিনি।
এ দিন আরবিআইয়ে গভর্নর সঞ্জয় মলহোত্র বলেন, ‘‘মুদ্রানীতি কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে সুদের হার কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ এতে দেশের আর্থিক কর্মকাণ্ডে গতি আসবে বলে দাবি করেছেন তিনি।