অবশেষে রেপো রেট বদল করল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্র। ফলে রেপো রেট ৬.৫ শতাংশ থেকে কমে দাঁড়াল ৬.২৫ শতাংশ।
গত দু’বছর রেপো রেট অপরিবর্তিত রেখেছিল আরবিআই। ২০২০ সালের মে মাসে শেষ বার সুদের হার হ্রাস করেছি কেন্দ্রীয় ব্যাঙ্ক। অর্থাৎ প্রায় পাঁচ বছর পর সুদের হার কমাল রিজ়ার্ভ ব্যাঙ্ক।
যে সুদের হারে সমস্ত রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ককে আরবিআই ঋণ দিয়ে থাকে তাকেই বলে রেপো রেট। এটি কমলে এর সঙ্গে যুক্ত সমস্ত বহিরাগত বেঞ্চমার্ক ঋণে সুদের হার কমে যায়। বলা বাহুল্য এর জেরে স্বস্তি পাবেন ব্যাঙ্ক ঋণ নেওয়া আমজনতা। কমবে তাঁদের মাসিক কিস্তির অঙ্ক।
আরবিআই রেপো রেট কমানোর জেরে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কগুলি তহবিল-ভিত্তিক ঋণের প্রান্তিক ব্যয় (মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং রেট বা এমসিএলআর) কমাবে বলে মনে করা হচ্ছে। ২০২২ সালের মে থেকে ২০২৩ সালে ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে ২৫০ বেসিস পয়েন্ট সুদের হার বৃদ্ধি করেছিল আরবিআই।
আরও পড়ুন:
চলতি বছরের ৫ ফেব্রুয়ারি থেকে বৈঠকে বসে রিজ়ার্ভ ব্যাঙ্কের মুদ্রা নীতি কমিটি। শুক্রবার, ৭ তারিখ বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন কেন্দ্রীয় ব্যাঙ্কের নতুন গভর্নর সঞ্জয় মালহোত্র। গত বছরের ডিসেম্বরে শক্তিকান্ত দাস অবসর নেওয়ার পর দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি।
এদিন গভর্নর সঞ্জয় মালহোত্র বলেন, ‘‘সর্বসম্মতিতে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে আরবিআইয়ের মুদ্রা নীতি কমিটি। ঋণকে সস্তা করা এবং আর্থিক কর্মকাণ্ডকে উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’