যুবতীকে শ্লীলতাহানির অভিযোগে উত্তেজনা ছড়াল হাওড়া জেলার ডোমজুড় থানা সংলগ্ন সলপ পাকুড়িয়া এলাকায়। প্রতিবাদ করতে যাওয়ায় যুবতীর দাদকে মারধর করার অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে।
সূত্রের খবর, রবিবার বিকেলে এক তরুণী রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। সেই সময় মত্ত অবস্থায় কয়কজন ব্যক্তি তাঁর উপর চড়াও হন। সেই তরুণীর উদ্দেশে কটূক্তি এবং কুপ্রস্তাব করা হয় বলে অভিযোগ। এমনকি শ্লীলতাহানিও করা হয় বলে জানিয়েছেন আক্রান্ত তরুণী। তাঁর দাদা প্রতিবাদ করতে গেলে তাঁকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়।
আক্রান্তদের তরফ থেকে ডোমজুড় থানায় অভিযোগ দায়ের করা হলে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।