খাতায় জিএসটির হার ১২% থেকে কমে শূন্য হয়েছে। কর তুলে নেওয়া হয়েছে খাতা তৈরির কাগজেও। সূত্রের দাবি, তার পরেও বাজারে খাতা সস্তা হয়নি। বরং দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। কারণ, খাতা বাদে অন্যান্য ক্ষেত্রে ব্যবহৃত কাগজে জিএসটি বেড়ে হয়েছে ১৮%। এমনকি কাগজ তৈরির বেশির ভাগ কাঁচামালেও তার হার বাড়িয়ে ১৮% করা হয়েছে। ফলে কাগজ তৈরির কলগুলি সব রকম কাগজের দাম বাড়িয়ে দিয়েছে। এতে খাতার উৎপাদন খরচ চড়েছে।
কাগজ উৎপাদক সংস্থাগুলির দাবি, আগে কর-সহ যে দাম ছিল, ক্ষতি এড়াতে কর ছাড়াই সেই দামে খাতার কাগজ বেচতে হচ্ছে। উপরন্তু তাতে জিএসটি শূন্য হওয়ায় আগে মেটানো করের টাকা ফেরতের (আইটিসি) সুবিধা আর পাচ্ছে না তারা। কারণ, জিএসটি আইন অনুযায়ী চূড়ান্ত পণ্যের কর শূন্য হলে তার কাঁচামালে আইটিসি পাবে না কাঁচামাল সরবরাহকারী।
ওয়েস্ট বেঙ্গল এক্সসারসাইজ়বুক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হরিশ চোপড়ার অভিযোগ, “কর কমেছে। অথচ জিএসটি-সহ আগে যে দামে কাগজ কিনতাম, এখন কর ছাড়াই সেই দামে কিনছি। কাগজের খরচ বেড়েছে। খাতার দাম কমানো দূর অস্ত্, তা আরও বাড়াতে হতে পারে।’’ হরিশের আক্ষেপ, সরকারের উদ্দেশ্য ভাল। কিন্তু জিএসটি-সংস্কার বাস্তবায়িত করার পরিকল্পনায় গলদ আছে। তড়িঘড়ি নতুন ব্যবস্থা আনতে গিয়ে সমস্যা বেড়েছে।’’
ওরিয়েন্ট পেপার মিলসের ভাইস প্রেসিডেন্ট সৈকত বসু বলেন, ‘‘কাগজ তৈরির খরচ বেড়েছে। কিছু ধরনের কাগজে আইটিসি পাই। কিন্তু খাতার ক্ষেত্রে পাচ্ছি না। অথচ উৎপাদনের বড় অংশ খাতা, নোটবুক, গ্রাফবুক তৈরিতে লাগে। এগুলির জন্য আলাদা করে কাগজ তৈরি সম্ভব নয়। ক্ষতি এড়াতে কাগজের মূল দাম বাড়াতে বাধ্য হয়েছি।’’ ইমামি পেপার মিলসের ভাইস প্রেসিডেন্ট সৌম্যজিৎ মুখোপাধ্যায়ের প্রশ্ন, “কোন ক্রেতা খাতা বানাতে কাগজ কিনছেন বুঝব কী করে?’’ তাঁদের আরও অভিযোগ, ‘‘আমদানি করা কাগজে শুল্ক নেই। দেশীয়গুলিতে ১৮% কর। আমরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছি।’’ সমস্যার কথা জানিয়ে ইন্ডিয়ান পেপার মিলস অ্যাসোসিয়েশন এবং অ্যাগ্রো অ্যান্ড রিসাইকেলড পেপার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রকে স্মারকলিপি দিয়েছে।
জট
খাতা এবং তা তৈরির কাগজে জিএসটি শূন্য।
অন্যান্য কাগজে কর ১২% থেকে বেড়ে ১৮%।
কাগজ তৈরির কাঁচামালেও ১২% থেকে বেড়ে হয়েছে ১৮%। ফলে কাগজের দাম বেড়েছে।
কাগজ কলগুলির দাবি, তাদের উৎপাদন খরচ বাড়লেও খাতা তৈরির কাগজে জিএসটি শূন্য বলে তার জন্য আগে মেটানো করের টাকা ফেরত (আইটিসি) মিলছে না।
সংস্থাগুলি তাই মূল দামে কর যোগ করে খাতা সংস্থাগুলিকে বর্ধিত দামে বেচছে। উৎপাদন খরচ কমার বদলে বেড়েছে খাতা সংস্থার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)