নোট বাতিলের পরে নগদের প্রবল হাহাকারে ব্যাঙ্ককর্মীদের একাংশের সামনে যে দুর্নীতির নতুন রাস্তা খুলে যাবে, তা কি আঁচ করতে পারেনি মোদী সরকার? নোট নাকচ নিয়ে সম্প্রতি সেন্টার ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইন পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসি আয়োজিত সভায় এই প্রশ্ন তুললেন প্রতিষ্ঠানের অর্থনীতির অধ্যাপক সুগত মারজিত। তাঁর মতে, এটা আঁচ না-করে থাকলে কেন্দ্রকে মানতেই হবে, পরিকল্পনায় গলদ ছিল।
আইএসআই-কলকাতার অর্থনীতির অধ্যাপক অভিরূপ সরকারের মতে, নোট বাতিলে অর্থনীতির লাভ আদৌ কতটা হবে, তা আগামী দিনে বোঝা যাবে। কিন্তু এর পিছনে মোদী সরকারের রাজনৈতিক মুনাফা কুড়োনোর ইচ্ছে যে পুরোমাত্রায় কাজ করেছে, সে বিষয়ে নিঃসংশয় তিনি।