দু’দিন বন্ধ থাকার পরে বুধবার আংশিক কাজ শুরু হল বজবজে ইন্ডিয়ান অয়েলের বটলিং প্লান্টে। দীর্ঘ দিন ধরে মজুরি বকেয়া থাকার অভিযোগে আন্দোলনে নেমেছিলেন সিলিন্ডার সরবরাহকারী ট্রাকের চালক এবং সহকারীরা। তা নিয়ে মঙ্গলবার অশান্তি তুঙ্গে ওঠে। আন্দোলনকারীদের উপর চড়াও হয় কিছু দুষ্কৃতি। মারধর, হাতাহাতি, ভাঙচুর চলে। সব মিলিয়ে কলকাতা-সহ রাজ্যের বেশ কিছু অংশে গ্যাস সরবরাহে দেরি হওয়ার আশঙ্কা তৈরি হয়। তবে সূত্রের খবর, বুধবার গোটা ২৫ ট্রাক সিলিন্ডার ভরে বাইরে বেরিয়েছে। ইন্ডিয়ান অয়েল সূত্রের দাবি, কাজের গতি শ্লথ। তবে বেরিয়েছে ১৮ থেকে ২০ হাজারের মতো সিলিন্ডার।
মঙ্গলবারের ঘটনায় বজবজ থানার পুলিশ ৯০ জনকে গ্রেফতার করে আলিপুর আদালতে পেশ করেছে। খবর, ২০ জনের ১০ দিনের পুলিশি হেফাজত এবং ৭০ জনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের দাবি, চালক-সহকারী মিলিয়ে প্রায় ১৬০ জন কর্মী নিয়ে পরিষেবা শুরু হয়েছে। অশান্তি পাকানোর অভিযোগে কিছু চালক ও সহকারীকে বাদ দিয়ে নতুন নেওয়া হচ্ছে। তাই দিন দুয়েক কাজ শ্লথ হতে পারে। ইন্ডিয়ান অয়েলের অবশ্য দাবি, ‘‘ঘটনার জের পড়েনি গ্যাস জোগানে।’’ ইন্ডেন ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন-এর কর্তা বিজন বিশ্বাসের কথায়, ‘‘সমস্যা প্রায় মিটেছে। ১-২ দিনে পুরো মিটবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)