Advertisement
১২ নভেম্বর ২০২৪

জিএসটি-র হার কমতে পারে, ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি আজ এখানে এক অনুষ্ঠানে এই ইঙ্গিত দিয়ে বলেছেন, রাজস্ব আদায় বাড়ার মুখ নিলে হার কমানোর সুযোগ রয়েছে এবং তা জরুরিও।

অরুণ জেটলি

অরুণ জেটলি

সংবাদ সংস্থা
ফরিদাবাদ শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৭ ০২:১২
Share: Save:

ভবিষ্যতে কমে আসতে পারে পণ্য-পরিষেবা কর বা জিএসটি-র হার।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি আজ এখানে এক অনুষ্ঠানে এই ইঙ্গিত দিয়ে বলেছেন, রাজস্ব আদায় বাড়ার মুখ নিলে হার কমানোর সুযোগ রয়েছে এবং তা জরুরিও। অর্থমন্ত্রীর কথায়, ‘‘আমরা জিএসটি রূপায়ণের প্রথম পর্বে। সবে দু’-তিন মাস হয়েছে। বিশেষ করে ছোট করদাতাদের বোঝা কমানোর সুযোগ রয়েছে। তবে তার জন্য প্রথমে জিএসটি খাতে রাজস্ব ক্ষতি শূন্যে নামিয়ে আনতে হবে।’’

আরও পড়ুন: রফতানিতে নিয়ম শিথিল

এই মুহূর্তে বিভিন্ন পণ্যে জিএসটি-র হার ৫, ১২, ১৮ ও ২৮ শতাংশ। এ ছাড়া জিএসটি চালু হওয়ায় বিভিন্ন রাজ্যের রাজস্ব ক্ষতি পুষিযে দিতে কিছু পণ্যে বসানো হয়েছে সেস। জেটলি এ প্রসঙ্গে বলেছেন, প্রত্যক্ষ কর আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষকে মেটাতে হয় না। তুলনায় ধনীদের উপরই তা বসে। কিন্তু পরোক্ষ কর দেশের সব মানুষকেই দিতে হয়। তাই জনসাধারণের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে বসা এ ধরনের কর কমিয়ে আনতে সরকার সব সময়েই চেষ্টা করে। তবে সে জন্য কর আদায়ের পরিমাণ বাড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি।

দেশে কর আদায়ের ব্যবস্থা কোনও দিনই ভাল ছিল না বলে অভিযোগ জেটলির। তিনি বলেন, সাধারণ মানুষ কেন্দ্রের কাছে আর্থিক উন্নতি দাবি করলে কর মেটানোর দায়িত্বও তাঁদের পালন করতে হবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE