Advertisement
২৩ এপ্রিল ২০২৪

লক্ষ্য ছোঁব বলেও ঘাটতি মাত্রাছাড়া

ভোটের মুখে সরকারের অস্বস্তি কিছুটা বাড়াল আরও চওড়া হওয়া রাজকোষ ঘাটতি।

অরুণ জেটলি। —ফাইল চিত্র।

অরুণ জেটলি। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮ ০১:৪৪
Share: Save:

ভোটের মুখে সরকারের অস্বস্তি কিছুটা বাড়াল আরও চওড়া হওয়া রাজকোষ ঘাটতি।

চলতি অর্থবর্ষে জাতীয় আয়ের ৩.৩% রাজকোষ ঘাটতির লক্ষ্যপূরণে তাঁরা অনড় বলে একাধিক বার দাবি করেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। কিন্তু সেই দাবিকে প্রশ্নের মুখে ফেলে বৃহস্পতিবার কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টসের হিসেব, এপ্রিল থেকে নভেম্বর— এই ৮ মাসেই ঘাটতি দাঁড়িয়েছে ৭.১৬ লক্ষ কোটি টাকা। অর্থবর্ষ শেষের চার মাস আগেই। যেখানে বাজেটে পুরো অর্থবর্ষের লক্ষ্যমাত্রা বাঁধা হয়েছিল ৬.২৪ লক্ষ কোটিতে। সরকারের আয় ও ব্যয়ের এই ফারাক তার ১১৪.৮%। আগের অর্থবর্ষে নভেম্বরের শেষে ঘাটতি ছিল বাজেট লক্ষ্যের ১১২%।

হিসেব বলছে, রাজস্ব কম আদায় হওয়াই ঘাটতি বাড়ার কারণ। আর তার জন্য মূলত দায়ী কর খাতে আয় কম হওয়া। তবে এই সময় কেন্দ্র আগের বারের থেকে খরচ করেছে কম।

এ দিকে, এ দিন সংসদে জমা পড়া এক সমীক্ষা জানিয়েছেন, ২০১৭-১৮ সালেই উৎপাদন শুল্ক, আমদানি শুল্ক, জিএসটি, কোম্পানি কর, ডিভিডেন্ড-সহ বিভিন্ন খাতে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির থেকে কেন্দ্রের আয় ২.৯৮% কমেছে। হয়েছে ৩,৫০,০৫২ কোটি টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Finance Fiscal Deficit Revenue
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE