দিল্লির হিংসাত্মক পরিস্থিতি বা গোটা দেশে সিএএ বিরোধী আন্দোলনের প্রভাব বিদেশি লগ্নিতে পড়েনি, গুয়াহাটিতে দাঁড়িয়ে দাবি করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বললেন, ‘‘সদ্য সৌদি আরবে জি-২০ সম্মেলনে গিয়েছিলাম। সেখানে শিল্পপতি ও বিদেশি লগ্নিকারীদের কেউ ভারতের আভ্যন্তরীণ সমস্যা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেননি। বরং আরও বেশি লগ্নি করে এ দেশে নতুন দফতর খোলার আশ্বাস দিয়েছেন।’’
করোনাভাইরাসের জেরও দেশের বাণিজ্যে তেমন পড়েনি জানিয়ে নির্মলার দাবি, শিল্পোদ্যোগীরাই বলেছেন কাঁচামাল আমদানি বা পণ্য রফতানিতে বিশেষ সমস্যা হয়নি। তবে আরও মাস দু’য়েক এমন চললে সমস্যা হতে পারে।
দেশের অর্থনীতির ঝিমিয়ে থাকার কথা এ দিনও মানতে চাননি অর্থমন্ত্রী। প্রতি বারের মতোই বলেছেন, উত্থান-পতন থাকেই। তবে অর্থনীতির ভোলবদলের প্রচেষ্টা এর মধ্যেই কাজে দিচ্ছে।