প্রত্যাশার তুলনায় কর্পোরেট সংস্থার ভাল আর্থিক ফল, আমেরিকায় সুদের হার কমা এবং তাদের সঙ্গে ভারতের বাণিজ্য আলোচনায় অগ্রগতির হাত ধরে অক্টোবরে এ দেশের শেয়ার বাজারে ফিরল বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। এই সময়ে ভারতে ১৪,৬১০ কোটি টাকা ঢেলেছে তারা। এর আগে সেপ্টেম্বরে তারা তুলেছিল ২৩,৮৮৫ কোটি। বিশেষজ্ঞদের মতে, ভারতের অর্থনীতি সম্পর্কে আশা, জিএসটি-র মতো বিভিন্ন সংস্কারের বার্তা, ভাল শেয়ার কম দামে পাওয়ার মতো ঘটনাও বিদেশি লগ্নিকারীদের সিদ্ধান্তে ইন্ধন জুগিয়েছে।
পরিসংখ্যান বলছে, জানুয়ারিতে ভারতের শেয়ার বাজার ছেড়েছিল ৭৮,০২৭ কোটি টাকার বিদেশি পুঁজি। ফেব্রুয়ারিতে ৩৪,৫৭৪ কোটির পরে মার্চে বেরিয়ে যায় ৩৯৭৩ কোটি। এপ্রিল ও মে মাসে অবশ্য নিট হিসেবে ভারতের শেয়ারে ৪২২৩ কোটি ও ১৯,৮৬০ কোটি টাকা ঢেলেছিল বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। জুনে সেই অঙ্ক ছিল ১৪,৫৯০ কোটি। জুলাইয়ের বিক্রি করে ১৭,৭৪১ কোটির। তার পরে অগস্টেও একই ভাবে ভারতের বাজার ছাড়ে ৩৪,৯৯৩ কোটি। অক্টোবরে লগ্নি সত্ত্বেও এ পর্যন্ত ২০২৫ সালে ভারতের শেয়ার বাজার থেকে ১.৪ লক্ষ কোটি টাকা তুলে নিয়েছে এই সব সংস্থা।
বিশেষজ্ঞদের মতে, সংস্থার আয়, বাণিজ্য আলোচনায় আশার সঙ্গেই দেশে মূল্যবৃদ্ধির হার মাথা নামানো, আগামী দিনে ভারতে কম সুদের জমানা শুরুর সম্ভাবনা এবং সংস্কারের বার্তা লগ্নিকারীদের আশ্বস্ত করেছে। ভবিষ্যতে এই ধারা বজায় থাকলে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি এখানে স্থায়ী ভাবে ফিরতে পারে। তবে, ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি কবে হয়, অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে সংস্থাগুলির ফল ও আমেরিকায় আরও সুদ কমে কি না, তাতে চোখ থাকবে বাজারের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)