গত দু’মাস ধরে মুখ ফিরিয়েছিল তারা। এ বার বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি আবার ভারতের শেয়ার বাজারে ফিরতে শুরু করেছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ঢেলেছে ২৪,৪৫৪ কোটি টাকা।
অন্য দিকে, কেন্দ্রের শিল্পোন্নয়ন এবং অভ্যন্তরীণ বাণিজ্য দফতরের (ডিপিআইআইটি) তথ্যে জানা গিয়েছে, ভারতে ১ লক্ষ কোটি ডলারের (প্রায় ৮৪ লক্ষ কোটি টাকার) মাইলফলক ছাড়িয়ে গিয়েছে প্রত্যক্ষ বিদেশি লগ্নি (এফডিআই)। এই পরিসংখ্যান গত ২০০০ সালের এপ্রিল থেকে এ বছরের ২০২৪ পর্যন্ত সময়ের। তার ২৫ শতাংশই এসেছে মরিশাস মারফত। তার পর রয়েছে সিঙ্গাপুর (২৪%), আমেরিকা (১০%)। এফডিআইয়ের অন্যতম অঙ্গ শেয়ার বাজারে আসা পুঁজি, আয়ের পুনর্লগ্নি। সব মিলিয়ে বিদেশি প্রত্যক্ষ লগ্নির মোট অঙ্ক ছুঁয়েছে ১,০৩,৩৪০ কোটি ডলার। সরকারি সূত্রের দাবি, বিশ্ব মানচিত্রে লগ্নির সুরক্ষিত গন্তব্য হিসেবে খ্যাতিই ভারতের এই সাফল্যের কারণ। সব থেকে বেশি লগ্নি পাওয়া ক্ষেত্রগুলি পরিষেবা, কম্পিউটার সফটওয়্যার এবং হার্ডওয়্যার, টেলিযোগাযোগ,শেয়ার লেনদেন, নির্মাণ, গাড়ি, রাসায়নিক, ওষুধ।
এ দিকে, গত অক্টোবরে ভারতীয় শেয়ার বাজারে নিট ৯৪,০১৭ কোটি টাকার শেয়ার বিক্রি করেছিল বিদেশি লগ্নিকারীরা। তা ছিল নজিরবিহীন। গত মাসে বিক্রির অঙ্ক দাঁড়ায় ২১,৬১২ কোটি টাকা। সংশ্লিষ্ট মহলের দাবি, এ মাসে ছবিটা উল্টে যাওয়ার কারণ দু’টি। এক, বিশ্ব বাজারে পরিস্থিতির কিছুটা স্থিতিশীল হওয়া। দুই, আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্কের ফের সুদ কমানোর সম্ভাবনা। গত সেপ্টেম্বরে বিদেশি লগ্নি এসেছিল ৫৭,৭২৪ কোটি, যা ন’মাসে সর্বোচ্চ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)