প্রতিশ্রুতিবদ্ধ ভাবে ২৪ ঘণ্টা এবং ৪৮ ঘণ্টা সময়সীমার মধ্যে পৌঁছে যাবে চিঠি। আর পার্সেল পৌঁছবে জমা দেওয়ার পরের দিন। জানুয়ারি থেকে ভারতীয় ডাক বিভাগ এমনই পরিষেবা আনতে চলেছে বলে জানালেন কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর দাবি, এমনই বিভিন্ন আকর্ষণীয় পরিষেবার মাধ্যমে ২০২৯ সালের মধ্যে ডাক বিভাগকে মুনাফার মুখ দেখাতে চায় কেন্দ্র।
সিন্ধিয়া আজ বলেছেন, ‘‘সময়সীমা মেনে চিঠি এবং পার্সেল পৌঁছে দেওয়ার জন্য নতুন পরিষেবা চালু করতে চলেছি আমরা। চালু করব ২৪ ঘণ্টায় চিঠি পৌঁছে দেওয়ার স্পিড পোস্ট পরিষেবা। একই ভাবে ৪৮ ঘণ্টায় চিঠি পৌঁছনোর স্পিড পোস্ট পরিষেবাও থাকবে।’’ তিনি জানান, এক দিনের মধ্যে পার্সেল পৌঁছনোর জন্য একই ধরনের ব্যবস্থা চালু করতে চলেছেন তাঁরা। এখন পার্সেল পৌঁছতে তিন-পাঁচ দিন সময় লাগে।
সম্প্রতি রেজিস্ট্রি পোস্ট তুলে দিয়ে স্পিড পোস্টের মধ্যে তার সুবিধা চালু রেখেছে ডাক বিভাগ। যেখানে স্পিড পোস্টের খরচের সঙ্গে অতিরিক্ত রেজিস্ট্রি চার্জ দিতে হবে গ্রাহককে। তা হলে রেজিস্ট্রি পোস্টের মতো নির্দিষ্ট ব্যক্তির হাতে চিঠি, পণ্য বা নথি পৌঁছে যাবে। এ বার দ্রুত চিঠি পৌঁছনোর সুবিধা চালু করতে চলেছে তারা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)