Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৭ অক্টোবর ২০২১ ই-পেপার

Gold Price: সোনার দাম আরও নীচে, প্রায় ১০ হাজার টাকা সস্তা হল সর্বোচ্চ দরের থেকে

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৬:১৩


প্রতীকী ছবি।

ধারাবাহিক ভাবে কমছে সোনার দাম। মাঝে দু’এক দিন দর চড়লেও সেপ্টেম্বর মাসে দাম কমার প্রবণতাই বেশি। সোমবার সোনার যে দাম হয়েছে, তা ভারতে হলুদ ধাতুর সর্বোচ্চ দামের চেয়ে প্রায় ১০ হাজার টাকা কম। ২০২০ সালে এক দিন প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম উঠেছিল ৫৭ হাজার টাকার উপরে। সোমবার যার দাম হয়েছে, ৪৮ হাজার ৪৫০ টাকা। তবে এই কমতে থাকার গতি খুব তাড়াতাড়ি থেমে যেতে পারে। তাই বিশেষজ্ঞরা মনে করছেন এখনই সোনায় বিনিয়োগ করার উপযুক্ত সময়।

শুধু সোনা নয়, ইদানীং রুপোর দামও কমার ধারাবাহিকতা বজায় রেখেছে। তবে সোমবার রুপোর দাম অল্প বেড়েছে। সোমবার কলকাতায় এক কেজি রুপোর দর ৬০ হাজার ২৫০ টাকা।

সোমবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১৫০ টাকা কমে হয়েছে ৪৮ হাজার ৪৫০ টাকা। আর গয়নার সোনা (২২ ক্যারাট)-এর ১০ গ্রামের দাম হয়েছে ৪৫ হাজার ৭৫০ টাকা। তবে এক সপ্তাহ আগে গত সোমবারের তুলনায় সোনার দাম একটু বেশিই। গত সোমবার ২২ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪৫ হাজার ৫৫০ টাকা। একই পরিমাণ ২৪ ক্যারাট সোনার দর ছিল ৪৮ হাজার ২৫০ টাকা। মাঝে গত ২২ সেপ্টেম্বর বুধবার দুই রকম সোনার দামই ১০ গ্রাম প্রতি ৬৫০ টাকা করে বেড়েছিল।

Advertisement

মাস কয়েক আগে পর্যন্তও সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। দেশের বিভিন্ন শহরে প্রতি ১০ গ্রাম হলুদ ধাতুর দর ছিল ৫০ হাজার টাকার উপরে। করোনাকালে সেই মূল্যবৃদ্ধিতে এই ব্যবসায় যুক্তরা তেমন লাভ পাননি। কারণ, গয়না বা ধাতব সোনা নয়, লগ্নিপণ্য হিসেবে তার চাহিদা বৃদ্ধি পাওয়ায় বেড়ে গিয়েছিল দাম। তার ফলে চাপ বেড়েছিল ক্রেতারও। এখন উৎসবের মরসুম এগিয়ে আসায় খুচরো বিক্রেতাদের কাছে সোনার চাহিদা বাড়ছে। দামও সর্বকালীন উচ্চতার তুলনায় এখন ১২ শতাংশের বেশি নীচে। ফলে ক্রেতারাও সোনা এবং গয়নার চাহিদা বেড়েছে। খুচরো বিক্রেতারা উৎসবের মরসুমের আগে মজুত ভান্ডার ভরার কথা ভাবছেন। এর ফলে সোনার চাহিদা ও আমদানি বাড়ছে। আর তাতেই নিম্নমুখী সোনা। তবে উৎসবের সময়ে চাহিদা খুব বেশি তৈরি হলে দাম ফের ঊর্ধ্বমুখী হতে পারে। সেই কারণে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন এটাই সোনা কেনার উপযুক্ত সময়।

ধারাবাহিক ভাবে কমছে সোনার দাম। মাঝে দু’এক দিন দর চড়লেও সেপ্টেম্বর মাসে দাম কমার প্রবণতাই বেশি। সোমবার সোনার যে দাম হয়েছে, তা ভারতে হলুদ ধাতুর সর্বোচ্চ দামের চেয়ে প্রায় ১০ হাজার টাকা কম। ২০২০ সালে এক দিন প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম উঠেছিল ৫৭ হাজার টাকার উপরে। সোমবার যার দাম হয়েছে, ৪৮ হাজার ৪৫০ টাকা। তবে এই কমতে থাকার গতি খুব তাড়াতাড়ি থেমে যেতে পারে। তাই বিশেষজ্ঞরা মনে করছেন এখনই সোনায় বিনিয়োগ করার উপযুক্ত সময়।

আরও পড়ুন

Advertisement