E-Paper

পিছু হটার ইঙ্গিত দিলেন ট্রাম্প, একলপ্তে তিন হাজার টাকা কমল সোনার দাম

আমেরিকা-চিন পরস্পরের উপরে শুল্কের হার বাড়াতে থাকায় বিশ্ব অর্থনীতিতে তুঙ্গে ওঠে অনিশ্চয়তা। চাহিদা বাড়ায় চড়তে থাকে সোনার দর।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ০৬:৫৬
সোনাকে সুরক্ষিত লগ্নি মনে করা হয়।

সোনাকে সুরক্ষিত লগ্নি মনে করা হয়। —প্রতীকী চিত্র।

কর যোগ করে ১০ গ্রাম খুচরো সোনা (২৪ ক্যারাট) কেনার খরচ এক লক্ষ টাকার মাইলফলক পেরিয়েছিল। বুধবার একলপ্তে ৩০০০ টাকার বেশি কমে গেল। বিশেষজ্ঞদের দাবি, চিনের উপর ১৪৫% আমদানি শুল্ক চাপিয়ে বাণিজ্য যুদ্ধের ঝাঁঝ বাড়িয়েছিল আমেরিকা। এ বার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা কমিয়ে কিছুটা পিছু হটার ইঙ্গিত দিতেই হাঁফ ছেড়েছেন লগ্নিকারীরা। ফলে খুচরো সোনার মূল দাম মঙ্গলবারের ৯৯,৫০০ টাকা থেকে একলপ্তে নেমে গিয়েছে ৯৬,৪৫০ টাকায়। ফলে জিএসটি যোগ করে যা ১,০২,৪৮৫ টাকায় উঠেছিল, তা হয়েছে ৯৯,৩৪৩.৫০ টাকা।

পাল্লা দিয়ে ছুটছিল গয়নার সোনাও। মঙ্গলবার তার মূল দাম ৯৪,৫৫০ টাকা হয়েছিল। জিএসটি যোগ করে ৯৭,৩৮৬.৫০ টাকা। বুধবার দাম কমে কর ছাড়া হয়েছে ৯১,৬৫০ টাকা। কর ধরে ৯৪,৩৯৯.৫০ টাকা।

সংশ্লিষ্ট মহলের দাবি, সোনাকে সুরক্ষিত লগ্নি মনে করা হয়। তাই বাকিদের শুল্ক স্থগিতে সামান্য স্বস্তি মিললেও, আমেরিকা-চিন পরস্পরের উপরে তার হার বাড়াতে থাকায় বিশ্ব অর্থনীতিতে তুঙ্গে ওঠে অনিশ্চয়তা। চাহিদা বাড়ায় চড়তে থাকে সোনার দর। ওই মহলের একাংশের ধারণা, ট্রাম্প চিনা পণ্যে ১৪৫% শুল্ক কমাতে শুরু করলে, চিনও আমেরিকার পণ্যে বসানো ১২৫% শুল্ক ছাঁটতে পারে। সেই স্বস্তিই সোনাকে নীচে নামিয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Donald Trump Investment

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy