তুচ্ছ কারণে যাতে বকেয়া কর মেটানোর দাবি জানিয়ে ব্যবসায়ীদের কাছে নোটিস পাঠানো না হয়, তা নিশ্চিত করতে উদ্যোগী হবে পরোক্ষ কর ও শুল্ক পর্ষদ (সিবিআইসি)। এর জন্য নোটিস পাঠানোর ক্ষেত্রে জিএসটি বকেয়ার ন্যূনতম অঙ্ক বাঁধার কথা ভাবা হচ্ছে, জানান পর্ষদের সদস্য শশাঙ্ক প্রিয়া।
মঙ্গলবার বণিকসভা অ্যাসোচ্যামের অনুষ্ঠানে তিনি বলেন, “খুব শীঘ্রই কর অফিসারদের জন্য নির্দেশিকা জারি করা হবে। তুচ্ছ কারণে যাতে করদাতাদের হয়রান করা না হয়, তা নিশ্চিত করাই লক্ষ্য। নোটিস পাঠাতে ন্যূনতম কর বকেয়ার অঙ্ক স্থির করব।’’
শশাঙ্ক জানান, জিএসটির রিটার্ন জমার পদ্ধতি সরল করার কথা ভাবছে পর্ষদ। এ জন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে যাতে পণ্য কেনাবেচার তথ্য রিটার্নে উল্লিখিত হয়, তার ব্যবস্থা করা হবে। তাঁর বার্তা, জিএসটির রিটার্ন-৩বিতে কী ধরনের সংশোধন করা জরুরি, তা জানাতে ব্যবসায়ী সংগঠনগুলিকে চিঠি দেওয়া হয়েছে। এ নিয়ে করদাতাদের সঙ্গে আলোচনার জন্যও অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। নোটিস পাঠানোর জন্য বকেয়া করের ন্যূনতম অঙ্ক নির্দিষ্ট করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কর বিশেষজ্ঞরা। আশা, এতে কর হয়রানি কমবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)