E-Paper

এসে গেল শেষ পর্ব, তৃতীয় মোদী সরকারের তৃতীয় পূর্ণাঙ্গ বাজেটের আগে হয়ে গেল হালুয়া উৎসব

১৯৫৮-১৯৬৩ এবং ১৯৬৭-১৯৬৯, দু’দফায় অর্থমন্ত্রী থাকার সময়ে মোট ১০টি। তার পরেই পি চিদম্বরমের ৯টি। প্রণব মুখোপাধ্যায়ের ৮টি। চিদম্বরমকে ছোঁবেন নির্মলা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ০৯:১১
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ফাইল চিত্র।

প্রতি বছর বাজেটের নথি ছাপতে যাওয়ার আগে অর্থ মন্ত্রকের কর্তা ও কর্মীদের মিষ্টিমুখ করান খোদ অর্থমন্ত্রী। তার পরে যতক্ষণ তা সংসদে পেশ না-হচ্ছে, ততক্ষণ বাড়ি যেতে বা কারও সঙ্গে যোগাযোগ করতে পারেন না ছাপার সঙ্গে যুক্ত কর্মীরা। থাকেন মন্ত্রকের নির্দিষ্ট ঘরে। এ বছর মঙ্গলবার নর্থ ব্লকের বাজেট ছাপাখানায় হল সেই হালুয়া অনুষ্ঠান। ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধরি-সহ মন্ত্রকের সব বিভাগের সচিব এবং বাজেট তৈরিতে জড়িত অন্যান্য উচ্চপদস্থ কর্তারা।

এ দিকে তৃতীয় মোদী সরকারের আসন্ন তৃতীয় পূর্ণাঙ্গ বাজেটে ইতিহাসের সামনে নির্মলা। এটি তাঁর নবম। সবচেয়ে বেশি বার বাজেট পেশের রেকর্ড মোরারজি দেশাইয়ের। ১৯৫৮-১৯৬৩ এবং ১৯৬৭-১৯৬৯, দু’দফায় অর্থমন্ত্রী থাকার সময়ে মোট ১০টি। তার পরেই পি চিদম্বরমের ৯টি। প্রণব মুখোপাধ্যায়ের ৮টি। চিদম্বরমকে ছোঁবেন নির্মলা।

গোড়ায় বাজেট পেশ হত বিকেল পাঁচটায়। পরে বদলে হয় সকাল ১১টায়। আবার শুরুতে এপ্রিলে অর্থবর্ষ শুরুর আগে মার্চে এবং পরবর্তীকালে ফেব্রুয়ারির শেষে বাজেট হত। ২০১৭ থেকে হচ্ছে ১ ফেব্রুয়ারি। মিশেছে রেল এবং সাধারণ বাজেট। সুটকেসে করে বাজেট নথি আনার চল থাকলেও, ২০১৯ থেকে নির্মলা নেন বহিখাতা। এখন পড়েন ট্যাব থেকে। সকলের কাছে বিতরণের জন্য ছাপা হয় নথি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Union Budget 2026 Halua Festival

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy