কোনও সংশোধন ছাড়াই শেয়ার বাজার টানা উঠছে। বেশ কিছু বাজার বিশেষজ্ঞের এই অভিযোগকে ভুল প্রমাণ করে টানা তিন দিন পড়ার পরে মঙ্গলবার উঠল সূচক। ওই তিন দিনে সেনসেক্সের পতন ৩৯৮.৫০ পয়েন্ট। আর এ দিন সেনসেক্স উঠল এক লাফে ২১৩ পয়েন্ট। নিফ্টি থিতু হয়েছে ৯,২৩৭ অঙ্কে। আগের দিনের থেকে ৫৫.৫৫ পয়েন্ট উঁচুতে।
আজ বুধবার দেশের আর্থিক ক্ষেত্রের ছবি ধরা পড়বে দু’টি গুরুত্বপূর্ণ পরিসংখ্যানে— খুচরো মূল্যবৃদ্ধি এবং শিল্পোৎপাদন। বাজার ওঠা-পড়ার ক্ষেত্রে ওই দুটি সূচকের বড় ভূমিকা রয়েছে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। বাজার সূত্রে খবর, পরিসংখ্যান ভাল হবে, এটাই আশা করছেন লগ্নিকারীরা।
এ দিকে আগের দিন ২৮ পয়সা পড়ার পরে এ দিন ৬ পয়সা বেড়েছে টাকার দামও। প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৪.৫০ টাকা।
এ দিন বাজার বেড়েছে বিদেশি লগ্নিকারী সংস্থার শেয়ার বিক্রিকে উপেক্ষা করেই। ওই সব বিদেশি সংস্থা গত দু’দিনে ভারতের বাজারে শেয়ার বিক্রি করেছে ১৪৬৬ কোটি টাকার। এ দিন বিক্রি ছিল ৭৫০ কোটি। অবশ্য ৮২৫ কোটি টাকা লগ্নি করেছে ভারতীয় আর্থিক সংস্থাগুলি।
বিশেষজ্ঞদের অধিকাংশেরই মত, বাজার এই মুহূর্তে রয়েছে ‘বুল’-দের দখলে। তাই মাঝে মধ্যে কিছুটা করে পড়লেও সূচকের গতি আপাতত উপরের দিকেই থাকবে। তবে বাজারের গতি কোন দিকে যাবে তা অনেকটাই ২০১৬-’১৭ আর্থিক বছরে বিভিন্ন সংস্থার আর্থিক ফলের উপর নির্ভর করছে বলে মনে করছেন স্টুয়ার্ট সিকিউরিটিজের চেয়ারম্যান কমল পারেখ। এ দিকে বিশেষজ্ঞ অজিত দে বলেন, ‘‘বাজার ‘কারেকশন’ ছাড়াই উঠছে, আমি মনে করি না। তবে নিট হিসাবে সূচকের গতি এখন উপরের দিকেই থাকবে বলে আমার বিশ্বাস।’’