সম্ভাবনা প্রচুর। তবে তা বাস্তবায়িত করার জন্য সহজে পুঁজি সমেত বাড়তি কিছু সুযোগ-সুবিধা প্রয়োজন— এই যুক্তি তুলে ধরেই আসন্ন বাজেটে হোটেল ক্ষেত্রের জন্য ফের পরিকাঠামোর তকমা চাইল আতিথেয়তা শিল্প। সেই সঙ্গে এই ক্ষেত্রের অগ্রগতির স্বার্থে সংস্কারের পক্ষেও সওয়াল করেছে হোটেল সংস্থাগুলির সংগঠন এইচএআই। সংগঠনের প্রেসিডেন্ট কে বি কাচরুর দাবি, ভারতের আর্থিক বৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে হোটেল ক্ষেত্রের অবদান রয়েছে। তারা বিপুল বিদেশি মুদ্রার আয়ও করে। যে কারণে নীতিগত দিক দিয়েই সেগুলিকে দেশের পরিকাঠামো হিসেবে স্বীকৃতি এবং শিল্পের তকমা দেওয়া উচিত।
কাচরুর মতে, এই স্বীকৃতি পেলে হোটেলগুলির পুঁজি জোগাড়ের পথ সহজ হবে। মূলধনের অভাবে প্রকল্প থমকে যাওয়ার ঘটনাও কমবে। একই সঙ্গে ব্যবসার পরিবেশ সহজ করতে হোটেল তৈরির জন্য অনুমোদন, ছাড়পত্রের সংখ্যা এবং খরচ কমানোর দাবিও এইচএআই। কাচরুর বক্তব্য, বিদেশি মুদ্রা আয়ের ক্ষেত্রে ফের আনা হোক পুরষ্কার প্রকল্প।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)