E-Paper

তথ্যফাঁসে অভিযুক্ত ব্যাঙ্ক অফ আমেরিকা, মিটমাট করতে চেয়েও সেবিকে চিঠি

শেয়ার বিক্রির বিজ্ঞপ্তি প্রকাশের আগে সংস্থার অভ্যন্তরীণ গোপন তথ্যফাঁস নিয়মবিরুদ্ধ। যা ‘ইনসাইডার ট্রেডিং’ বলে পরিচিত। বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, ‘‘এটা বেআইনি ও অনৈতিক। তথ্য জেনে শেয়ার লেনদেনে বাড়তি সুবিধা নেওয়াহয়।’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ০৮:১৬

—প্রতীকী চিত্র।

আদিত্য বিড়লা সান লাইফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির (এবিএসএল এএমসি) শেয়ার বিক্রি সংক্রান্ত লেনদেন পরিচালনায় নিযুক্ত হয়েছিল ব্যাঙ্ক অব আমেরিকা (বিওএফএ)। কিন্তু অভিযোগ, শেয়ার বিক্রির বিজ্ঞপ্তি জারির আগেই আদিত্য বিড়লা গোষ্ঠী এবং তাদের সংস্থাটির গুরুত্বপূর্ণ তথ্য সম্ভাব্য তিন লগ্নিকারীর কাছে ফাঁস হয়ে যায়। এ জন্য বাজার নিয়ন্ত্রক সেবি দায়ী করেছে আমেরিকার ব্যাঙ্কটির সংশ্লিষ্ট শাখাকে। নোটিসও পাঠিয়েছে। রয়টার্সের দাবি, মিটমাট করে নিতে সেবির কাছে আবেদন করেছে বিওএফএ। তবে দোষ স্বীকার করেনি। এ ব্যাপারে জানতে চাওয়া হলে অবশ্য মন্তব্য করেনি কেউই।

শেয়ার বিক্রির বিজ্ঞপ্তি প্রকাশের আগে সংস্থার অভ্যন্তরীণ গোপন তথ্যফাঁস নিয়মবিরুদ্ধ। যা ‘ইনসাইডার ট্রেডিং’ বলে পরিচিত। বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, ‘‘এটা বেআইনি ও অনৈতিক। তথ্য জেনে শেয়ার লেনদেনে বাড়তি সুবিধা নেওয়াহয়।’’ খবর, সেবির তদন্তে দেখা গিয়েছে শেয়ার বিক্রি পরিচালনার জন্য ২০২৪-এর ফেব্রুয়ারিতে আদিত্যবিড়লা ও বিওএফএর শাখার চুক্তি হয়। শাখাটি এই কাজে বিশেষ দল (ডিল টিম) গড়ে। ১৮ মার্চ শেয়ার বিক্রি হয়। কিন্তু তার আগেই বহু গোপন তথ্য ডিল টিমের নির্দেশে বিওএফএ-র শেয়ার ব্রোকিং, গবেষণা ও এশীয় প্রশান্তমহাসাগরীয় ব্যবস্থা পরিচালনার সঙ্গে যুক্ত দলগুলি তিনসম্ভাব্য লগ্নিকারীর কাছে ফাঁস করে।তারা হল, নরওয়ের শীর্ষ ব্যাঙ্ক নরগেস, জীবন বিমা সংস্থা এইচডিএফসি লাইফও দেশীয় লগ্নি সংস্থা এনাম হোল্ডিংস।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Sebi Reuters

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy