Advertisement
০২ মে ২০২৪

বাড়ি-গাড়ি ঋণে সুদ কমাল একাধিক ব্যাঙ্ক

রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ মেনে ঋণে সুদ ঠিক করার নতুন পথে হাঁটা শুরু হয়েছে ইতিমধ্যেই। এ বার সেই অনুযায়ী বাড়ি-গাড়ির ঋণে সুদের নতুন হার ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৬ ০৩:৪৪
Share: Save:

রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ মেনে ঋণে সুদ ঠিক করার নতুন পথে হাঁটা শুরু হয়েছে ইতিমধ্যেই। এ বার সেই অনুযায়ী বাড়ি-গাড়ির ঋণে সুদের নতুন হার ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক। মহিলাদের জন্য এই হার ৯.৪০%। অন্যদের ৯.৪৫%। আগের থেকে ১০ বেসিস পয়েন্ট কম। গৃহঋণে সুদ ওই একই পরিমাণ কমিয়ে ৯.৪০% করেছে আইসিআইসিআই ব্যাঙ্কও। আগামী দিনে আরও অনেক ব্যাঙ্কেরই এই পথে হাঁটার সম্ভাবনা।

স্টেট ব্যাঙ্কের সাইট অনুযায়ী, ফ্ল্যাট বা বাড়ি কিনতে ধারের ক্ষেত্রে উল্লিখিত নতুন সুদ ঋণের যে কোনও ঊর্ধ্বসীমার জন্যই প্রযোজ্য এবং তা কার্যকর হয়েছে ১ এপ্রিল থেকে। তাদের ‘ম্যাক্সগেন’ গৃহঋণ প্রকল্পের জন্য অবশ্য সুদের হার আলাদা। সেখানে ২০ লক্ষ টাকার বেশি থেকে এক কোটি পর্যন্ত ঋণে মহিলাদের সুদ দিতে হবে ৯.৫০%। অন্যদের ৯.৫৫%। ঋণের অঙ্ক এক কোটির বেশি হলে এই দুই হার যথাক্রমে ৯.৭৫% এবং ৯.৮০%। আবার যে কোনও অঙ্ক পর্যন্ত ‘সিআরই ম্যাক্সগেন’ গৃহঋণে ওই দুই ক্ষেত্রে সুদ দাঁড়িয়েছে ৯.৯৫% এবং ১০%। গাড়িঋণে সুদ ৯.৮০%।

আগে তহবিল সংগ্রহের গড় খরচের ভিত্তিতে ঋণে সুদ ঠিক হত। সম্প্রতি শীর্ষ ব্যাঙ্ক নির্দেশ দেয়, তহবিল সংগ্রহের বাড়তি খরচের ভিত্তিতে (মার্জিনাল কস্ট) ওই হার ঠিক করতে। তা মেনেই সুদের নতুন মূল হার (এমসিএলআর) ঘোষণা করেছে বিভিন্ন ব্যাঙ্ক। স্টেট ব্যাঙ্কের যেমন এমসিএলআর রয়েছে ৮.৯৫% থেকে ৯.৩৫ শতাংশের মধ্যে। গৃহ ঋণে তা ৯.২০%। সেটির ভিত্তিতেই নতুন সুদ ঘোষণা করেছে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Housing Loan Car Loan interest falls
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE