ভারতের উপরে চাপানো ৫০% ট্রাম্প-শুল্কে ঠিক কোন কোন ক্ষেত্র মুখ থুবড়ে পড়তে পারে, তার হিসাব কষতে ব্যস্ত গোটা দেশ। এই আবহে আবাসন উপদেষ্টা অ্যানারকের দাবি, ফের ধাক্কা খাবে তুলনায় কম দামি বা সাধারণ মানুষের সাধ্যের মধ্যে বলে তকমা পাওয়া ফ্ল্যাট-বাড়ির বিক্রিও। যেগুলির দাম ৪৫ লক্ষ টাকার মধ্যে। তাদের যুক্তি, শুল্কের জেরে মার খেতে পারে ছোট শিল্প। তারই ছাপ পড়বে সাধ্যের আবাসনে। কারণ, ছোট শিল্পের সঙ্গে জড়িতরাই সেগুলি কেনেন বেশি।
অ্যানারক বলছে, গত জানুয়ারি-জুনে দেশে মোট আবাসন বিকিয়েছে প্রায় ১.৯ লক্ষ। তাতে সাধ্যের ৩৪,৫৬৫টি। গড়ে প্রায় ১১টির মধ্যে ১টি। এই অবস্থা কোভিডের পরে হয়েছিল। সংস্থার ইডি প্রশান্ত ঠাকুরের মতে, কোভিডে বিক্রি তলিয়ে যায় সাধ্যের ফ্ল্যাট-বাড়ির। হালে বাড়ছিল। ফের জল ঢালবে ট্রাম্প-শুল্ক। কারণ, সেগুলির সম্ভাব্য ক্রেতারাই সবচেয়ে বিপাকে। ছোট শিল্পের সঙ্কট দু-তিনটি ত্রৈমাসিকে বিক্রি আরও কমতে পারে। যদিও সংগঠন ক্রেডাই ওয়েস্ট বেঙ্গলের সভাপতি সুশীল মোহতার দাবি, ‘‘দীর্ঘ মেয়াদে চিন্তা নেই।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)