Advertisement
E-Paper

আই-প্রু শেয়ারের ১৬% কিনতে আবেদন জমা সাধারণ লগ্নিকারীদের

বাজারে আসার আগে হই চই পড়ে গেলেও আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফের নতুন ইস্যুতে শেয়ার কিনতে প্রথম দিনে তেমন সাড়া মেলেনি। সাধারণ লগ্নিকারীদের কাছে বিক্রির জন্য চিহ্নিত মোট শেয়ারের ১৬% কিনতে সোমবার আবেদনপত্র জমা পড়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৬ ০২:৪৫

বাজারে আসার আগে হই চই পড়ে গেলেও আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফের নতুন ইস্যুতে শেয়ার কিনতে প্রথম দিনে তেমন সাড়া মেলেনি। সাধারণ লগ্নিকারীদের কাছে বিক্রির জন্য চিহ্নিত মোট শেয়ারের ১৬% কিনতে সোমবার আবেদনপত্র জমা পড়েছে। ইস্যু বন্ধ হবে কাল বুধবার। প্রসঙ্গত, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ হল আইসিআইসিআই ব্যাঙ্ক এবং ব্রিটেনের অগ্রণী বিমা সংস্থা প্রুডেন্সিয়ালের একটি যৌথ উদ্যোগ।

আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফই দেশের প্রথম বিমা সংস্থা, যারা বাজারে শেয়ার ছাড়ল। এই পথে ৬,০৫৭ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে জীবন বিমা সংস্থাটি। এর মধ্যে ৭০০ কোটি টাকার শেয়ার কিনতে আবেদন করেছেন লগ্নিকারীরা। মূল লগ্নিকারীদের কাছে অবশ্য (অ্যাঙ্কর ইনভেস্টর) ইতিমধ্যেই ১৬৩৫ কোটির শেয়ার বিক্রি করে রেখেছে সংস্থাটি।

তবে শেয়ার কিনতে প্রথম দিনের আবেদনপত্রের সংখ্যা দেখে ইস্যুর ভাগ্য শেষ পর্যন্ত কী দাঁড়াবে, সে ব্যাপারে মন্তব্য করতে রাজি নন বিভিন্ন বিমা সংস্থার কর্তারা। বজাজ অ্যালায়াঞ্জের ভাইস প্রেসিডেন্ট দেবজিৎ রায় বলেন, ‘‘শেয়ারের চাহিদা কী রকম হবে, সেটা প্রথম দিনের বিক্রি দেখে বলা কঠিন। অনেক সময়েই দেখা গিয়েছে, পরের দিকে কেনার চাহিদা বাড়ে। তাই এ নিয়ে মন্তব্য করার জন্য বুধবার ইস্যু বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।’’ একই বক্তব্য এসবিআই লাইফ কর্তৃপক্ষেরও।

এ দিকে সামান্য হলেও সোমবার বেড়েছে শেয়ার বাজার। এ দিন সেনসেক্স ৩৫.৪৭ পয়েন্ট উঠে থামে ২৮,৬৩৪.৫০ অঙ্কে। নিফ্‌টি ২৮.৫৫ পয়েন্ট বেড়ে থিতু হয়েছে ৮৮০৮.৪০ অঙ্কে।

এ দিন টাকার দাম ছিল প্রায় এক জায়গাতেই। ডলারের সাপেক্ষে টাকা আগের দিনের থেকে এক পয়সা বাড়ায় বিদেশি মুদ্রার বাজার বন্ধের সময়ে প্রতি ডলার দাঁড়ায় ৬৬.৯৬ টাকা।

এই নিয়ে টানা চার দিন বাড়ল বাজার। এই মুহূর্তে অবশ্য সকলের চোখ মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের বৈঠকের দিকে। আজ মঙ্গলবার ও কাল বুধবার দু’দিনের বৈঠকে বসছে তারা। সেখানেই সুদ বাড়ানো হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেবে ফেড রিজার্ভ। তবে বিশেষজ্ঞদের অধিকাংশেরই ধারণা, আমেরিকার বর্তমান আর্থিক অবস্থায় সুদের হার বাড়ার সম্ভাবনা বেশ কম।

একই ভাবে লগ্নিকারীরা আগ্রহী ৪ অক্টোবর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সুদ কমায় কি না, তা দেখার জন্য। এই প্রথম নতুন গভর্নর উর্জিত পটেলের নেতৃত্বে ঋণনীতি ফিরে দেখবে শীর্ষ ব্যাঙ্ক। বিশেষজ্ঞদের অনেকের মতে, রিজার্ভ ব্যাঙ্ক সুদ কমানোর পদক্ষেপ করতে পারে। বিশেষ করে সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির মন্তব্যকে ঘিরেই তৈরি হয়েছে এই আশা। জেটলি বলেছেন, তাঁর ধারণা, এ বার ঋণনীতির পর্যালোচনার সময়ে খুচরো মূল্যবৃদ্ধি কমার বিষয়টি মাথায় রাখবে রিজার্ভ ব্যাঙ্ক। কেন্দ্র দীর্ঘ দিন ধরেই চাইছে, দেশের শিল্প ক্ষেত্রকে চাঙ্গা করতে সুদের হার কমাক রিজার্ভ ব্যাঙ্ক।

ICICI prudential life Share Market
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy