Advertisement
২৬ এপ্রিল ২০২৪

লক্ষ্য ছুঁল রাজস্ব ও রাজকোষ ঘাটতি

গত ২০১৪-’১৫ অর্থবর্ষে সরকারের রাজকোষ ও রাজস্ব, এই দুই ঘাটতিই তার লক্ষ্যমাত্রা ছুঁয়ে নেমে গেল আরও নীচে। তবে প্রত্যক্ষ ও পরোক্ষ কর সংগ্রহের ক্ষেত্রে সংশোধিত লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে কেন্দ্র। অর্থ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রাজকোষ ঘাটতি (সরকারের আয়-ব্যয়ের ফারাক) দাঁড়িয়েছে জাতীয় আয়ের ৪%।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ মে ২০১৫ ০০:৪৪
Share: Save:

গত ২০১৪-’১৫ অর্থবর্ষে সরকারের রাজকোষ ও রাজস্ব, এই দুই ঘাটতিই তার লক্ষ্যমাত্রা ছুঁয়ে নেমে গেল আরও নীচে। তবে প্রত্যক্ষ ও পরোক্ষ কর সংগ্রহের ক্ষেত্রে সংশোধিত লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে কেন্দ্র। অর্থ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রাজকোষ ঘাটতি (সরকারের আয়-ব্যয়ের ফারাক) দাঁড়িয়েছে জাতীয় আয়ের ৪%। লক্ষ্য ছিল ৪.১%। আর রাজস্ব ঘাটতি (আয় লক্ষ্যের থেকে কত কম) হয়েছে ২.৮%। লক্ষ্য ছিল ২.৯%।

অন্য দিকে, গত অর্থবর্ষে কেন্দ্রের মোট কর আদায় তার আগের বছরের থেকে ৯% বেড়ে হয়েছে ১২,৪৫,০৩৭ কোটি টাকা। জানানো হয়েছে, এই অঙ্ক সরকারের লক্ষ্যমাত্রার তুলনায় ২,২৮৮ কোটি টাকা কম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

income tax financial year tax
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE