আগামী মাসের মধ্যেই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সংক্রান্ত কাঠামো চূড়ান্ত করে ফেলার ব্যাপারে আশাবাদী মোদী সরকার। আজ বণিকসভা ফিকি-র এক কর্মসূচিতে বাণিজ্যসচিব রাজেশ আগরওয়াল এ কথা জানানোর পাশাপাশি দাবি করেন, ওয়াশিংটনের চাপানো পুরো ৫০% শুল্কের ব্যাপারে সন্তোষজনক বোঝাপাড়ায় আসা গেলে তবেই চুক্তি হবে। একই দিনে বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের ইঙ্গিত, আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির মরিয়া চেষ্টা চালালেও ভারত রফতানির জন্য শুধু তাদের উপরে নির্ভর করে থাকতে চায় না। সে কারণে অন্তত ৫০টি দেশ এবং রাষ্ট্রগোষ্ঠীর সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি করার লক্ষ্যে আলোচনা চালাচ্ছে সরকার।
আজ আগরওয়াল স্পষ্ট করেছেন, আমেরিকার সঙ্গে সমান্তরাল ভাবে দু’টি পৃথক বিষয় নিয়ে আলোচনা চালাচ্ছে ভারত। প্রথমটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি। যা চূড়ান্ত করতে সময় লাগবে। দ্বিতীয়টি বাণিজ্য চুক্তি সংক্রান্ত কাঠামো। যেখানে আমদানি-রফতানি শুল্ক ঠিক করা হবে। তা শেষ পর্যায়ে রয়েছে। তবে দু’টিই একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। সচিবের বক্তব্য, শর্ত নিয়ে দু’পক্ষ সন্তুষ্ট হলেই শুল্ক ঘোষণা হয়ে যাবে। উল্লেখ্য, ভারতীয় পণ্যে ২৫% আমদানি শুল্কের পাশাপাশি রাশিয়া থেকে অশোধিত তেল আমদানির জন্য আরও ২৫% শাস্তি-শুল্ক চাপিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগরওয়াল জানান, এই পুরো ৫০% শুল্কই নামিয়ে আনার চেষ্টা চলছে।
চড়া শুল্ক বসার আগে ভারতের মোট রফতানি পণ্যের প্রায় ২০% আমেরিকায় যেত। সে দিকে ইঙ্গিত করে আজ গয়াল বলেন, ‘‘সকলে দেখেছি বাণিজ্যকে কী ভাবে হাতিয়ার করা হচ্ছে। আমরা দেখেছি বিশ্ব জুড়ে ভরসাযোগ্য বিশ্বাসী সহযোগীর গুরুত্বও।’’ এই প্রেক্ষিতে তিনি জানান, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও বিভিন্ন পক্ষের সঙ্গে অবাধ বাণিজ্য বৈঠক শুরু করেছেন তাঁরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)