টানা দু’দিন বাড়ার পরে পতন হল সূচকের। বুধবার সেনসেক্স পড়েছে ১৭৫.৫১ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে তা থিতু হয় ২৫,৫৯৭.০২ অঙ্কে। একই ভাবে ৩৮.৯৫ পয়েন্ট পড়েছে নিফ্টিও। এক সময়ে তা নেমে যায় ৭৮০০ অঙ্কের নীচে। বাজার বন্ধের সময়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ওই সূচক দাঁড়ায় ৭,৮৪৮.৮৫ অঙ্কে।
এ দিন ভারতের বাজার পড়ার মূলে ছিল বিদেশি লগ্নি সংস্থাগুলির শেয়ার বিক্রি। মরিশাসের সঙ্গে নতুন কর চুক্তি মাফিক এপ্রিল থেকে মরিশাসের মাধ্যমে ভারতের শেয়ার বাজারে যে-লগ্নি আসবে, তার উপর মূলধনী লাভকর গুনতে হবে লগ্নিকারীদের। শেয়ারে লগ্নির পথ ধরে কর ফাঁকি রোধ করতেই এই ব্যবস্থা। নতুন ব্যবস্থা চিন্তার রেখা ফেলেছে বিদেশি লগ্নিকারীদের কপালে। তার জন্য এ দিন ওই সব সংস্থার মধ্যে শেয়ার বিক্রির হিড়িক পড়ে যায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy