ইজ়রায়েলের সঙ্গে জোট বেঁধে ইরানের পরমাণু কেন্দ্রে আক্রমণ চালিয়েছে আমেরিকা। যা পশ্চিম এশিয়ার পরিস্থিতিকে জটিলতর করে তুলেছে। যদিও তার আগেই অশোধিত তেলের জোগান মসৃণ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করেছে ভারত। বিশ্ব বাজারে তেলের বাণিজ্য নিয়ে গবেষণাকারী সংস্থা কেপলার জানাচ্ছে, জুনে রাশিয়া এবং আমেরিকা থেকে আমদানি বাড়িয়েছে এ দেশের শোধনাগারগুলি। কমিয়েছে সৌদি আরব, ইরাক-সহ পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে। তবে সংসদের অনুমোদন সত্ত্বেও ইরান হরমুজ় প্রণালী বন্ধ করবে না বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। তাদের ব্যাখ্যা, সে ক্ষেত্রে ইরানের প্রধান তেল আমদানিকারী চিনও সমস্যায় পড়বে। বাড়বে পশ্চিমের সামরিক আগ্রাসনও।
সংস্থাটি জানাচ্ছে, ১-১৯ জুন রাশিয়া থেকে দৈনিক ২১-২২ লক্ষ ব্যারেল অশোধিত তেল কিনেছে ভারত। যা দেশের মোট তেল আমদানির ৩৫% এবং গত দু’বছরের সর্বোচ্চ। মে মাসে কিনেছিল ১৯.৬ লক্ষ। একই সময়ে আমেরিকা থেকে আমদানি ২.৮ লক্ষ থেকে বেড়ে হয়েছে ৪.৩৯ লক্ষ ব্যারেল। আর সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহি এবং কুয়েত-সহ পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে সব মিলিয়ে আমদানি নেমেছে ১৯ লক্ষ ব্যারেলে। ভারতের দৈনিক গড় আমদানির পরিমাণ ৫১ লক্ষ ব্যারেল। কেপলারের প্রধান তথ্য বিশ্লেষক সুমিত রিতোলিয়া বলেন, ‘‘পশ্চিম এশিয়া থেকে তেলের জোগান এখনও পর্যন্ত বিঘ্নিত হয়নি। কিন্তু পণ্য জাহাজের আনাগোনা কমেছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)