ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বুধবারও অস্থিরতা বহাল রাখল ভারতের শেয়ার বাজারে। মঙ্গলবারের দোলাচল কাটিয়ে এ দিন সকালের দিকে সূচক উপরে উঠছিল। কিন্তু তার পরে সীমান্তরেখা পেরিয়ে ভারতে পাক বিমানবাহিনীর অভিযানের খবরে দ্রুত নেমে আসে সূচক। বিশেষজ্ঞদের আশঙ্কা, দুই দেশের মধ্যে সংঘর্ষের আবহ তৈরি হওয়ায় কয়েক দিন বাজার চূড়ান্ত অনিশ্চিত থাকবে।
এ দিন ডলারের সাপেক্ষে পড়েছে টাকার দামও। ডলারের দর ১৭ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৭১.২৪ টাকা। বিশেষজ্ঞদের আশঙ্কা, ভারত এবং পাকিস্তানের মধ্যে টানাপড়েন না মিটলে টাকার দামের উপরেও তার বিরূপ প্রভাব পড়তে পারে।
বুধবার লেনদেন শুরুর পরে সেনসেক্স প্রায় ৪০০ পয়েন্ট উঠেছিল। শেষ পর্যন্ত তা ৬৮.২৮ পয়েন্ট নীচে নেমে থামে ৩৫,৯০৫.৪৩ অঙ্কে। নিফ্টি ২৮.৬৫ পয়েন্ট কমে এসে দাঁড়ায় ১০,৮০৬.৬৫ অঙ্কে। শুধু ভারত নয়, কূটনৈতিক টানাপড়েনের জের পড়েছে পাকিস্তান-সহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের বাজারেও। এমনকি খোলার পরে পড়ছিল মার্কিন শেয়ার বাজারও।