আমেরিকার চড়া শুল্কের জেরে সে দেশে ভারতীয় পণ্যের রফতানি কমছে। তবে সরকারি সূত্রে পাওয়া তথ্যে স্পষ্ট, বিকল্প বাজারে পণ্যের বিক্রি বাড়ানোর ব্যাপারে সাফল্য পেতে শুরু করেছেন এ দেশের রফতানিকারীরা। চলতি অর্থবর্ষের প্রথমার্ধে (এপ্রিল-সেপ্টেম্বর) ২৪টি দেশে রফতানি বাড়াতে পেরেছে ভারত। এখন সামগ্রিক রফতানির ৫৯% যাচ্ছে ওই সমস্ত দেশে। যদিও একই সময়ে ১৬টি দেশে পণ্য পাঠানো কমেছে।
সম্প্রতি বাণিজ্য মন্ত্রকের প্রকাশ করা পরিসংখ্যানে দেখা গিয়েছে, অগস্টে আমেরিকায় পণ্যের রফতানি ৭% বাড়লেও সেপ্টেম্বরে তা ১০.৯৩% মাথা নামিয়েছে। গত ২৭ অগস্ট থেকে আমেরিকা ভারতীয় পণ্যে ৫০% শুল্ক কার্যকর করে। তবে একই সঙ্গে অন্যান্য জায়গায় রফতানি ১০.৯% বৃদ্ধি পাওয়ায় সব মিলিয়ে তা ৬.৬% বেড়েছে। কেন্দ্র আত্মবিশ্বাসী, বছরের শেষে নিট ভিত্তিতে বৃদ্ধির মুখ দেখবে রফতানি বাণিজ্য। বেশ কয়েকটি দেশের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি কার্যকর হয়েছে। অনেকের সঙ্গে আলোচনা চলছে। এই চুক্তিকে কাজে লাগিয়ে রফতানি আরও ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। এরই মধ্যে সরকারি সূত্রে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে, অর্থবর্ষের প্রথম ছ’মাসে ২৪টি দেশে তা বাড়াতে পেরেছে ভারত। কোরিয়া, সংযুক্ত আরব আমিরশাহি, জার্মানি, রাশিয়া, কানাডা, বাংলাদেশ, বেলজিয়াম এবং ইটালি এর মধ্যে উল্লেখযোগ্য। আলোচ্য সময়ে এই সমস্ত দেশে মোট ১২,৯৩০ কোটি ডলারের পণ্য গিয়েছে। যা এক বছর আগের তুলনায় বেশি। উল্লেখ্য, এই সময়ে সামগ্রিক ভাবে পণ্য রফতানি ৩.০২% বেড়ে হয়েছে ২২,০১২ কোটি ডলার।
আজ মূল্যায়ন সংস্থা ক্রিসিল এক রিপোর্টে জানিয়েছে, অগস্টে আমেরিকায় রফতানি বেড়েছে সেখানকার আমদানিকারীরা আগেভাগে ভারতীয় পণ্য নিয়ে যাওয়ায়। তার পর থেকেই তা কমতে শুরু করেছে। তার উপরে রয়েছে বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা। ফলে অন্যত্র রফতানি সরালেও পরিস্থিতির দিকে সজাগ থাকতে হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)