Advertisement
E-Paper

সীমান্তে উত্তেজনা কমতেই ছুট দিল ষাঁড়! ২২০০ পয়েন্ট বেড়ে ৮১ হাজারের গণ্ডি পার করল সেনসেক্স

শনি ও রবিবার দু’দিন বাজার বন্ধ থাকার পর সোমবার, ১২ মে সকালে বাজার খুলতেই বিনিয়োগকারীদের মুখে ফুটেছে চওড়া হাসি। ‘যুদ্ধের’ আশঙ্কা কাটতেই দুরন্ত গতিতে বাড়তে শুরু করেছে স্টক মার্কেটের দুই সূচক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৫ ১১:১১
Sensex jumped

—প্রতীকী ছবি।

সীমান্তে গোলাগুলি বন্ধ হতেই রকেটের গতিতে ছুটছে ভারতের শেয়ার বাজার। শনিবার, ১০ মে সংঘর্ষবিরতির ঘোষণা করে নয়াদিল্লি ও ইসলামাবাদ। ভূ-রাজনৈতিক অস্থিরতা কাটতেই ষাঁড়ের দাপাদাপি শুরু বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক একচেঞ্জে। সপ্তাহের প্রথম কাজের দিনেই ২২০০ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। নিফটি একলাফে বেড়েছে প্রায় ৭০০ পয়েন্ট। সংঘাত তীব্র হওয়ায় অস্থির ছিল শেয়ার বাজার। ফলে বেশ কিছুটা নেমে যায় সেনসেক্স ও নিফটি। শনি ও রবিবার দু’দিন বাজার বন্ধ থাকার পর সোমবার, ১২ মে সকালে বাজার খুলতেই বিনিয়োগকারীদের মুখে ফুটেছে চওড়া হাসি। ‘যুদ্ধের’ আশঙ্কা কাটতেই দুরন্ত গতিতে বাড়তে শুরু করেছে স্টক মার্কেটের দুই সূচক।

সংঘর্ষবিরতির ফলে নতুন করে সংঘাতের আশঙ্কা কমায় বাজারে তেজি ভাব স্পষ্ট। এ দিন সকাল ১১টা নাগাদ ২১৬০.৯৭ পয়েন্ট বেড়ে সেনসেক্স পৌঁছয় ৮১৬৩৩.৬৫ পয়েন্টে। ৮১ হাজারের গণ্ডি পেরিয়ে চড়চড় করে বাড়ছে সূচক। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি৫০ সূচক ৬৭৫ পয়েন্ট বেড়ে ২৪ হাজার ৬৮১ পয়েন্টে পৌঁছয়। সোমবার একাধিক লার্জ ক্যাপ শেয়ারের দর অনেকটা বেড়েছে বলে বাজার সূত্রে খবর। নিফটি মিডক্যাপ এবং নিফটি স্মলক্যাপের সূচক প্রায় ৩.০৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সমস্ত সেক্টরের শেয়ারগুলির সূচক সবুজ হয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সংস্থাগুলির বাজারি মূলধনের পরিমাণ ১১ লক্ষ কোটি টাকার বেশি বৃদ্ধি পেয়ে ৪২৭ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে।

সংঘর্ষবিরতির পর সোমবার সূচকের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা প্রবল বলে আগেই জানিয়েছিলেন বাজার বিশেষজ্ঞেরা। সংঘর্ষবিরতির ফলে নতুন করে সংঘাতের আশঙ্কা অনেকটাই কমল। আর তাই লগ্নিকারীরা ফের শেয়ার কেনায় মন দেবেন বলে মনে করা হচ্ছে। এতে বাজার চাঙ্গা হলে দ্রুত তা পুরনো অবস্থায় ফিরতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন বিশ্লেষকদের একাংশ। বাণিজ্যের ক্ষেত্রে অনিশ্চয়তা কাটতেই বি‌শাল লাফ দিয়েছে ‘ষাঁড়’, এমনটাই মত তাঁদের।

Share market today Sensex up
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy