গত মাসে দেশের শিল্পোৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৪% বেড়েছে, জানাল কেন্দ্রের পরিসংখ্যান। যা জুলাইয়ের সংশোধিত ৪.৩% হারের থেকে নীচে। বিশেষজ্ঞেরা বলছেন, গত বছরের অগস্টে শিল্পোৎপাদন তেমন বাড়েনি বললেই চলে। সেই অনুপাতে অত নিচু ভিতের উপরে দাঁড়িয়ে এ বার উন্নতি একটু বেশি হওয়া উচিত ছিল। তাই শেষ পর্যন্ত শিল্প বৃদ্ধির ৪ শতাংশে থমকে যাওয়া চিন্তার। বিশেষ করে জুলাইয়ের থেকেও নীচে নেমে যাওয়া।
একাংশের মতে, এর কারণ কল-কারখানার উৎপাদন। গত বারের ১.২% অপেক্ষা এ বার তা বেড়ে ৩.৮% হয়েছে বটে। কিন্তু ওই হার জুলাইয়ের ৬ শতাংশের থেকে অনেকটা কম। এই কারণেইমূলত তেমন ভাবে মাথা তোলেনি সার্বিক শিল্প বৃদ্ধির হার। উদ্বেগ বাড়িয়ে আরও বেশি ঢিমে এপ্রিল থেকে অগস্ট, এই পাঁচ মাসের হিসাব। ওই সময় শিল্প বৃদ্ধির হার গত অর্থবর্ষের ৪.৩% থেকে শ্লথ হয়ে থমকেছে ২.৮ শতাংশে। কেন্দ্রীয় হিসাবে অবশ্য দাবি, উন্নতি চোখে পড়েছে অগস্টের শিল্প বৃদ্ধিতে। যার অন্যতম কারণ, খনন ক্ষেত্রের ৬% উৎপাদন বৃদ্ধি। আগের বছর এই সময় তা ৪.৩% সঙ্কুচিত হয়েছিল। কল-কারখানায় উৎপাদন বৃদ্ধির হার আগের বারের থেকে মাথা তুলেছে। বিদ্যুৎ-ও গত বারের সঙ্কোচন কাটিয়ে বৃদ্ধিতে ফিরেছে এ বার।
শিল্প-সহ সংশ্লিষ্ট মহলের আশা, জিএসটির হার কমায় আগামী দিনে শিল্প বৃদ্ধির চাকায় গতি আসতে পারে। পণ্যের দাম কমায় বাজারে বাড়তে পারে চাহিদা। বিশেষ করে এখন যেহেতু উৎসবের মরসুম। সেই চাহিদা মেটাতে সংস্থাগুলিকে উৎপাদন বাড়াতে হবে। তাতে কারখানায় কর্মকাণ্ড বাড়বে। তার ছাপ পড়তে পারে সেপ্টেম্বর-অক্টোবরের শিল্পোৎপাদন সূচকে। আপাতত সেই অপেক্ষাতেই দিন গোনার পালা শুরু হল বলে মনে করছেন সকলে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)