তথ্য বিশ্লেষণের ভিত্তিতে হয় সিদ্ধান্ত। অথচ সেই তথ্যের নিরাপত্তাই যদি অনিশ্চিত হয়ে পড়ে? তা হলে তো পুরো ব্যবসাই পড়ে যাবে ঝুঁকির মুখে। অধিকাংশ ভারতীয় সংস্থা মনে করছে, ডিজিটাল দুনিয়ায় বিপুল পরিবর্তনের প্রেক্ষিতে এ বছর সাইবার আক্রমণ ও তথ্যের নিরাপত্তার ফাঁকই তাদের সামনে সবচেয়ে বড় ঝুঁকি। আন্তর্জাতিক পেশাদারি পরিষেবা ক্ষেত্রের পরামর্শদাতা এয়নেরসমীক্ষা (গ্লোবাল রিস্ক ম্যানেজমেন্ট সার্ভে) রিপোর্টে এমনই বলা হয়েছে।
সারা পৃথিবীর ৬৩টি দেশের প্রায় ৩০০০ পদস্থ আধিকারিক এবং রিস্ক ম্যানেজারের সাক্ষাৎকারের ভিত্তিতে রিপোর্টটি তৈরি করেছে এয়ন। সেখানেই অধিকাংশ ভারতীয় সংস্থার প্রতিনিধিরা গুরুত্ব দিয়েছেন তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করা এবং তৎসংক্রান্ত নিয়ন্ত্রণ বিধি মানাকে। এয়নেরও মত তেমনই। তাদের পরামর্শ, আগামী দিনে এই খাতে লগ্নিতে গুরুত্ব দিতে হবে। অনেক সংস্থা অবশ্য সম্পত্তির ক্ষতি এবং মুদ্রার দামের ওঠাপড়ার মতো ঝুঁকিকেও গুরুত্ব দিতে চাইছে।
সংশ্লিষ্ট মহলের একাংশ মনে করাচ্ছে, সম্প্রতি আধার তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউআইডিএআই। এই নিরাপত্তা কী ভাবে আরও বাড়ানো যায়, তা নিয়ে ভাবনাচিন্তা করছে তারা। একই ভাবে অভ্যন্তরীণ তথ্যের সুরক্ষা ঘিরেও মাথাব্যথা বাড়ছে সংস্থাগুলিরও। এয়নের ভারতীয় শাখার সিইও ঋষি মেহরা বলেন, ‘‘সাইবার আক্রমণ ও তথ্য সুরক্ষা সংক্রান্ত ঝুঁকি ঠেকাতে দ্রুত পদক্ষেপ করতে হবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)