Advertisement
০৩ মে ২০২৪

শেয়ার ফিরিয়ে নেবে ইনফোসিস

এক ঢিলে দুই পাখি।শেয়ারহোল্ডারদের আস্থা ফিরে পাওয়া এবং খারাপ পরিচালনা নিয়ে প্রতিষ্ঠাতা ও প্রাক্তন কর্তাদের অভিযোগের জবাব একই সঙ্গে দেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার জোড়া পদক্ষেপ করল ইনফোসিস।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৭ ০৩:১৯
Share: Save:

এক ঢিলে দুই পাখি।

শেয়ারহোল্ডারদের আস্থা ফিরে পাওয়া এবং খারাপ পরিচালনা নিয়ে প্রতিষ্ঠাতা ও প্রাক্তন কর্তাদের অভিযোগের জবাব একই সঙ্গে দেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার জোড়া পদক্ষেপ করল ইনফোসিস। নিজস্ব জমা তহবিল থেকে শেয়ারহোল্ডারদের হাতে ১৩ হাজার কোটি টাকা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল সংস্থা। চলতি ২০১৭-’১৮ অর্থবর্ষেই ওই সুবিধা দেওয়া হবে, জানিয়েছে সংস্থা। বাজার থেকে নিজস্ব শেয়ার কিনে নিয়ে এবং ডিভিডেন্ড বাড়িয়ে তা করা হবে, যে-পথে আগেই হেঁটেছে আরও দুই তথ্যপ্রযুক্তি সংস্থা, টিসিএস ও কগনিজ্যান্ট।

কোন খাতে শেয়ারহোল্ডাররা কত পাবেন, সে সিদ্ধান্ত এখনও নেয়নি ইনফোসিস পর্ষদ। তবে বার্ষিক আয়ের ৭০% এ বার থেকে ডিভিডেন্ড বাবদ খরচের সিদ্ধান্ত নিয়েছে তারা। আগে তা ছিল নিট মুনাফার ৫০% পর্যন্ত। পাশাপাশি, স্বাধীন ডিরেক্টর রবি বেঙ্কটেশনকে সহকারী চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে ইনফোসিস। লক্ষ্য, খারাপ পরিচালনা নিয়ে অভিযোগ খতিয়ে দেখা।

এ দিনই চতুর্থ ত্রৈমাসিকের আর্থিক ফল জানিয়েছে ইনফোসিস। যেখানে সার্বিক নিট মুনাফা মাত্র ০.২% বেড়ে হয়েছে ৩৬০৩ কোটি টাকা। আয় ৩.৪% বেড়ে ছুঁয়েছে ১৭,১২০ কোটি। চলতি ২০১৭-’১৮ অর্থবর্ষে আয় ৬.৫ থেকে ৮.৫% হারে বাড়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। ২০১৬-’১৭ অর্থবর্ষের জন্য শেয়ারে ১৪.৭৫ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে সংস্থা। এই সব ইঙ্গিতে অবশ্য অখুশি বাজার। বিএসই এবং এনএসই-তে সংস্থার শেয়ার দর পড়েছে প্রায় ৪%, যা টেনে নামিয়েছে সেনসেক্স-নিফ্‌টিকেও। এক দিনেই বাজারে সংস্থা খুইয়েছে ৮,৫৮৯ কোটি টাকার শেয়ার-মূল্য। সংস্থার সিইও বিশাল সিক্কা বলেছেন, ‘‘যথেষ্ট চ্যালেঞ্জের মুখে আমরা। গত ত্রৈমাসিকে চাহিদাও তেমন ছিল না। এটাও প্রভাব ফেলেছে ফলাফলে।’’ আমেরিকায় ট্রাম্প জমানার রক্ষণশীল মনোভাব ও তার জেরে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থার ব্যবসা অনিশ্চিত হয়ে পড়ার প্রতিই ইঙ্গিত তাঁর।

প্রসঙ্গত, পরিচালনা নিয়ে সম্প্রতি প্রতিষ্ঠাতা ও কিছু প্রাক্তন কর্তারা দুষেছেন ইনফোসিসকে। জানুয়ারিতেই নিজেদের হাতে গড়া তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের পরিচালন পর্ষদকে চিঠি লেখেন এন আর নারায়ণমূর্তি, ক্রিস গোপালকৃষ্ণন, নন্দন নিলেকানিরা। ক্ষোভ জানান সিইও বিশাল সিক্কার বিপুল বেতন বৃদ্ধি, সংস্থা ছেড়ে যাওয়ার সময়ে দুই কর্তাকে দেওয়া আকাশছোঁয়া অঙ্ক, শেয়ারহোল্ডারদের কম রিটার্ন দেওয়া এবং পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে। গত বছরেই সিক্কার বেতন বেড়ে হয়েছে প্রায় ৭৫ কোটি টাকা। সংশ্লিষ্ট সূত্রের ইঙ্গিত, এ দিন অভিযোগের জবাব দিতেই শেয়ারহোল্ডারদের সুবিধা দেওয়ার কথা জানিয়েছে ইনফোসিস। তবে তার মধ্যেই ফের সমালোচনায় মুখ খুলেছেন প্রাক্তন সিএফও ভি বালকৃষ্ণন। তিনি বলেছেন, ‘‘শেয়ারহোল্ডারদের ১৩ হাজার কোটি দেওয়াটা খুবই সামান্য। আর, সহকারী চেয়ারম্যান নিয়োগ পরিচালন পর্ষদের কাঠামোকে আরও জটিল করে তুলবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Infosys Share Market Shareholders
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE