Advertisement
E-Paper

ফের জিও ধামাকা, রোজ আরও বেশি ডেটা

নতুন ‘হ্যাপি নিউ ইয়ার’ অফার কার্যকরী হবে আগামী মঙ্গলবার ৯ জানুয়ারি থেকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৮ ২০:২৯
জিও আনল নতুন ‘হ্যাপি নিউ ইয়ার’ অফার।

জিও আনল নতুন ‘হ্যাপি নিউ ইয়ার’ অফার।

নতুন বছরের সূচনাতেই ঝুলি থেকে ফের আকর্ষণীয় অফার বার করে ফেলল জিও। অন্য সমস্ত টেলিকম সংস্থাকে পিছনে ফেলে ‘হ্যাপি নিউ ইয়ার’ অফারে একাই বাজিমাত করে দিল রিলায়্যান্স জিও।

নিত্যনতুন চমক দিতে জিও-র জুড়ি মেলা ভার। কখনও ‘ধন ধনা ধন’ আবার কখনও ক্যাশব্যাক অফারে গ্রাহকদের মুখে হাসি ফুটিয়েছে জিও। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জিও-র গ্রাহকের সংখ্যা।

নতুন ‘হ্যাপি নিউ ইয়ার’ অফার কার্যকরী হবে আগামী মঙ্গলবার ৯ জানুয়ারি থেকে। এক ঝলকে দেখে নিন নতুন কী কী রয়েছে এই অফারে—

১) প্রতিদিন এক জিবি করে ৪জি ইন্টারনেট ডেটা পেতে যে ট্যারিফগুলি ভরাতে হবে সেগুলি হল—

• ১৯৯ টাকার বদলে এ বার ১৪৯ টাকা রিচার্জে ২৮ জিবি ইন্টারনেট ডেটা মিলবে। এই অফার কার্যকর থাকবে ২৮ দিন পর্যন্ত।

• ৩৯৯ টাকার বদলে ৩৪৯ টাকা দিয়ে রিচার্জ করালে মোট ৭০ জিবি ডেটা পাওয়া যাবে। অফার কার্যকর থাকবে ৭০ দিন পর্যন্ত।

• ৪৫৯ টাকার পরিবর্তে এ বার ৩৯৯ টাকা দিয়ে রিচার্জ করালে মোট ৮৪ জিবি ডেটা পাওয়া যাবে ৮৪ দিন পর্যন্ত।

• ৪৯৯ টাকার বদলে ৪৪৯ টাকা রিচার্জে মোট ৯১ জিবি ডেটা মিলবে ৯১ দিন পর্যন্ত।

আরও পড়ুন:

কম টাকায় অতিরিক্ত ডেটা দেবে রিলায়্যান্স জিও

টেলি শিল্পে বাজার বাড়ছে কথা বলার উন্নত প্রযুক্তির

২) প্রতিদিন দেড় জিবি করে ৪জি ইন্টারনেট ডেটা পেতে যে ট্যারিফগুলি ভরাতে হবে সেগুলি হল—

• ১৯৮ টাকা দিয়ে রিচার্জ করালে এ বার ২৮ জিবি-র বদলে মিলবে ৪২ জিবি ইন্টারনেট ডাটা। অফার কার্যকর থাকবে ২৮ দিন পর্যন্ত।

• ৩৯৮ টাকা রিচার্জে ৭০ জিবি-র বদলে ১০৫ জিবি ডেটা মিলবে ৭০ দিন পর্যন্ত।

• ৪৪৮ টাকা রিচার্জে ৮৪ জিবি-র বদলে এ বার ১২৬ জিবি ডেটা পাওয়া যাবে ৮৪ দিন পর্যন্ত।

• ৪৯৮ টাকা দিয়ে রিচার্জ করালে ৯১ জিবি-র বদলে ১৩৬ জিবি ডেটা মিলবে ৯১ দিন পর্যন্ত।

Reliance Jio Jio Jio Prime Happy New Year Offer জিও
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy