এত দিন গাঁটের কড়ি ফেলে কিনতে হত। এ বার ফ্রি-তেও মিলবে কাসপারস্কি অ্যান্টি-ভাইরাস সফ্টওয়্যার। বুধবার থেকেই বিশ্ব জুড়ে এই সফ্টওয়্যারের ফ্রি ভার্সন মিলতে শুরু করেছে।
সংস্থার প্রতিষ্ঠাতা ইউজিন কাসপারস্কি তাঁর ব্লগে লিখেছেন, ফ্রি ভার্সন বাজারে এলেও এখনই উঠে যাচ্ছে না অ্যান্টি-ভাইরাস সলিউশনের পেড ভার্সন। তিনি আরও জানিয়েছেন, আমেরিকা, কানাডা-সহ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলিতে এই ফ্রি ভার্সনটি এখনই পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে বিশ্বের অন্য দেশগুলিতেও এটি পাওয়া যাবে।
আরও পড়ুন