Advertisement
E-Paper

হাজিরা মামলায় নির্দেশ মাল্যকে

বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনে করা ইডি-র মামলায় বিজয় মাল্যকে নিয়ম মেনে জবাব দিতে নির্দেশ দিল দিল্লির মুখ্য মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের আদালত। মাল্যের ব্যক্তিগত হাজিরা দেওয়ায় ছাড় তুলে নিতে আর্জি জানিয়েছিল ইডি। ২০ মে-র মধ্যে তাঁকে বিষয়টি নিয়ে উত্তর দিতে বলা হয়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ মে ২০১৬ ০৩:০২

বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনে করা ইডি-র মামলায় বিজয় মাল্যকে নিয়ম মেনে জবাব দিতে নির্দেশ দিল দিল্লির মুখ্য মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের আদালত। মাল্যের ব্যক্তিগত হাজিরা দেওয়ায় ছাড় তুলে নিতে আর্জি জানিয়েছিল ইডি। ২০ মে-র মধ্যে তাঁকে বিষয়টি নিয়ে উত্তর দিতে বলা হয়।

জবাবে মাল্যের দাবি, তাঁর পক্ষ থেকে নিয়ম মেনেই আইনজীবী মামলা চালাচ্ছেন। এ ক্ষেত্রে ব্যক্তিগত ভাবে হাজির থাকার প্রয়োজন নেই। এই উত্তরে কিংগ্‌ফিশার কর্তার সই না থাকায় ফের তাঁকে জবাব দিতে নির্দেশ দিয়েছে আদালত।

Vijay Mallya
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy