Advertisement
E-Paper

যুদ্ধবিমান তৈরিতে জোট সাব, আদানির

শুক্রবার এ সংক্রান্ত চুক্তি হয় দু’পক্ষের। সাবের সিইও-প্রেসিডেন্ট হাকান বুসখে জানান, এর আওতায় ভারতের জন্য মূলত উন্নত প্রযুক্তির একটি মাত্র ইঞ্জিনচালিত ‘গ্রিপেন’ যুদ্ধবিমান তৈরি করা হবে। তৈরি হবে অন্যান্য প্রতিরক্ষা পণ্যও। প্রকল্পটি নরেন্দ্র মোদী সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অন্যতম অঙ্গ।

নয়াদিল্লি

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৭ ০৮:৫০
হাতে-হাত: চুক্তির মঞ্চে (বাঁ দিকে) বুসখে ও আদানি। পিটিআই

হাতে-হাত: চুক্তির মঞ্চে (বাঁ দিকে) বুসখে ও আদানি। পিটিআই

প্রতিরক্ষা পণ্য তৈরির জন্য সুইডেনের সংস্থা সাব-এর সঙ্গে হাত মেলাল আদানিরা। মূলত ভারতীয় বায়ুসেনার জন্য যুদ্ধ বিমান তৈরি করতেই এই গাঁটছড়া।

শুক্রবার এ সংক্রান্ত চুক্তি হয় দু’পক্ষের। সাবের সিইও-প্রেসিডেন্ট হাকান বুসখে জানান, এর আওতায় ভারতের জন্য মূলত উন্নত প্রযুক্তির একটি মাত্র ইঞ্জিনচালিত ‘গ্রিপেন’ যুদ্ধবিমান তৈরি করা হবে। তৈরি হবে অন্যান্য প্রতিরক্ষা পণ্যও। প্রকল্পটি নরেন্দ্র মোদী সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অন্যতম অঙ্গ।

আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি বলেন, ‘‘উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা পণ্য তৈরির পরিকল্পনা করছিলাম আমরা। সে জন্যই সাবের সঙ্গে এই জোট।’’ প্রকল্পটির হাত ধরে বেশ কিছু কর্মসংস্থান হবে বলেও দাবি তাঁর।

সাব জানিয়েছে, ভবিষ্যতে ভারতীয় নৌবাহিনীর উপযোগী গ্রিপেন জোগানোর কথাও ভাবা হচ্ছে। সেটিতে বিমানবাহী জাহাজ থেকে আকাশে ওড়ার মতো আধুনিক বৈশিষ্ট্য থাকবে।

Gautam Adani fighter jet Make In India Indian Air Force Saab AB Sweden
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy