Advertisement
২৭ এপ্রিল ২০২৪

রায় আদালতের ইয়েস ব্যাঙ্কে প্রোমোটারদের ডিরেক্টর বাছাই যৌথ ভাবে

বেসরকারি ইয়েস ব্যাঙ্কের পরিচালন পর্ষদে ডিরেক্টর মনোনয়নের ব্যাপারে স্পষ্ট নির্দেশ দিল বম্বে হাইকোর্ট। আদালত তার রায়ে বলেছে, ডিরেক্টর মনোনয়নের অধিকার যৌথ ভাবে প্রোমোটারদের উপর বর্তাবে।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০৩:৫৩
Share: Save:

বেসরকারি ইয়েস ব্যাঙ্কের পরিচালন পর্ষদে ডিরেক্টর মনোনয়নের ব্যাপারে স্পষ্ট নির্দেশ দিল বম্বে হাইকোর্ট। আদালত তার রায়ে বলেছে, ডিরেক্টর মনোনয়নের অধিকার যৌথ ভাবে প্রোমোটারদের উপর বর্তাবে। যার অর্থ এমডি ও চিফ এগজিকিউটিভ রানা কপূর এবং অপর প্রোমোটার প্রয়াত অশোক কপূরের স্ত্রী মধু কপূর একসঙ্গে এই ধরনের সিদ্ধান্ত নেবেন। ব্যক্তিগত ভাবে তাঁদের কোনও একজন সেই সিদ্ধান্ত নিতে পারবেন না।

ব্যাঙ্কটির অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত অশোক কপূরের মেয়েকে পর্ষদে আনার প্রশ্নেই তৈরি হয় এই বিতর্ক। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হানায় প্রাণ হারান অশোক। তার পর তাঁর স্ত্রী মধু কপূর কন্যা শাগুন কপূর-গোগিয়াকে পর্ষদে একচেটিয়া ভাবে মনোনীয় করতে চেয়েছিলেন অপর প্রতিষ্ঠাতা রানা কপূরের সম্মতি না-নিয়েই। ২০১৩ সালে তিনি মামলা করেন ইয়েস ব্যাঙ্ক ও রানার বিরুদ্ধে। তাঁর অভিযোগ ছিল, ডিরেক্টর মনোনয়ন করার ব্যাপারে তাঁর অধিকার মানছে না ব্যাঙ্ক। প্রয়াত স্বামীর অধিকার সরাসরি তাঁর উপরই বর্তাবে বলে দাবি করেছিলেন তিনি। কিন্তু বিচারপতি তাঁর রায়ে জানিয়ে দিয়েছেন, মধুর মনোনয়নের অধিকার থাকছে, তবে তা রানার সঙ্গে পরামর্শ করেই কার্যকর করতে হবে।

এ দিকে, বেস রেট কমানোর কথা ঘোষণা করল ইয়েস ব্যাঙ্ক। তারা জানিয়েছে, ঋণে সুদ ২৫ বেসিস পয়েন্ট কমে হচ্ছে ১০.৫%, ২২ জুন থেকে যা চালু হবে। আমানতেও একই হারে সুদ কমিয়েছিল তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE