Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Yes bank

ইয়েস ব্যাঙ্কে প্রোমোটার তকমা ছাড়ছেন মধু কপূর

২০০৪ সালে যৌথ ভাবে ইয়েস ব্যাঙ্ক তৈরি করেন রাণা কপূর ও মধুর স্বামী অশোক কপূর।

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ মে ২০২০ ০২:৪৪
Share: Save:

বিস্তর মামলা। একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও তোপ।

শনিবার সেই লড়াই-ই নাটকীয় মোড় নিল। ইয়েস ব্যাঙ্ক জানাল, ব্যাঙ্কে নিজেদের প্রোমোটার তকমা ছাড়তে রাজি মধু কপূর গোষ্ঠী। তার পরেই শেয়ারহোল্ডারদের শ্রেণিবিন্যাস ঢেলে সাজানোর কথা ঘোষণা করল ব্যাঙ্কটি।

আজ ব্যাঙ্ক জানিয়েছে, অন্যতম প্রধান শেয়ারহোল্ডার মধু কপূর গোষ্ঠী সাধারণ শেয়ারহোল্ডার (পাবলিক শেয়ারহোল্ডার) হিসেবে চিহ্নিত হতে রাজি। গোষ্ঠীর মধ্যে রয়েছেন মধু অশোক কপূর, তাঁর মেয়ে শগুন কপূর গোগিয়া, গৌরব অশোক কপূর এবং ম্যাগ্‌স ফিনভেস্ট প্রাইভেট লিমিটেড।

উল্লেখ্য, ২০০৪ সালে যৌথ ভাবে ইয়েস ব্যাঙ্ক তৈরি করেন রাণা কপূর ও মধুর স্বামী অশোক কপূর। রাণার স্ত্রী ও মধু দুই বোন। ২০০৮ সালে মুম্বই হামলায় অশোকের মৃত্যুর পরেই তিক্ত হয় রাণা ও মধুর সম্পর্ক। পর্ষদে সদস্য নিয়োগ, পরিচালনা-সহ নানা বিষয়ে মামলা গড়ায় আদালত পর্যন্ত। যা তুঙ্গে ওঠে ব্যাঙ্ক সিইও পদে রাণার নিয়োগ আরও বাড়ানোর আর্জি জানানোয়। রাণা এখন দুর্নীতির দায়ে ইডির হেফাজতে। তবে তাঁর গোষ্ঠীই ব্যাঙ্কে থাকছে একমাত্র প্রোমোটার হিসেবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Yes Bank Madhu Kapur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE