সুদে কোনও হেরফের ঘটেনি ঠিকই। তবে আগামী দিনে সুযোগ পেলেই ওই হার ফের কমানো হবে— রিজার্ভ ব্যাঙ্কের এই আশ্বাসই ঠেলে তুলল মঙ্গলবারের শেয়ার বাজারকে। ফলে সেনসেক্স ২৩২.২২ পয়েন্ট বেড়ে পাক্কা সাত মাস বাদে আবার পেরিয়ে গেল ২৭ হাজারের গণ্ডি। ডলারের সাপেক্ষে টাকার দামও ২০ পয়সা বেড়েছে। এক ডলার হয়েছে ৬৬.৭৭ টাকা। গত তিন সপ্তাহে সব থেকে বেশি।
এ দিন শীর্ষ ব্যাঙ্ক সুদ না-কমালে লগ্নিকারীরা আশাহত হয়ে কতটা মুখ ফেরাবেন, সেই আশঙ্কা ছিলই। কিন্তু বাজার বিশেষজ্ঞদের দাবি, মূল্যবৃদ্ধিকে ফের মাথা তোলার সুযোগ না-দিতেই যে রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর এ দিন সুদ কমাননি তা লগ্নিকারীরা বুঝেছেন। বিশেষত বর্ষা ভাল হলে সুদ ছাঁটাইয়ের আশ্বাসও একই সঙ্গে মিলেছে তাঁর কাছ থেকে। আর বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস তো আগে করেইছে আবহাওয়া দফতর। এ ছাড়া, ২০১৬-’১৭ অর্থবর্ষে বৃদ্ধির পূর্বাভাসও এ দিন ৭.৬ শতাংশে অপরিবর্তিত রেখেছে আরবিআই। ফলে বাজারে ভরপুর আস্থা রেখে দু’হাতে শেয়ার কেনেন লগ্নিকারীরা।
ভারতের বাজারে এ দিন ইন্ধন ছিল সারা বিশ্বের প্রায় সমস্ত শেয়ার সূচকের উত্থানেরও। মার্কিন অর্থনীতি কতটা চাঙ্গা হচ্ছে, সেই ছবিটা স্পষ্ট না-হলে এখনই সুদ বাড়ানো হবে না বলে সে দেশের শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের দেওয়া ইঙ্গিতই যার অন্যতম কারণ।