Advertisement
১১ জুন ২০২৪

পড়ল বাজার, চোখ পি-নোটে

শুক্রবার সেনসেক্স পড়ল ৩০১ পয়েন্ট। দাঁড়াল ২৫,৪৮৯.৫৭ অঙ্কে। ডলারে টাকার দামও পড়েছে ১৫ পয়সা। এক ডলার হয়েছে ৬৬.৭৭ টাকা। বিশেষজ্ঞদের দাবি, এপ্রিলে খুচরো মূল্যবৃদ্ধি বেড়ে ৫.৩৯% ছোঁয়ায় রিজার্ভ ব্যাঙ্ক এখন আর সুদ কমাবে না বলে আশঙ্কা লগ্নিকারীদের।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ মে ২০১৬ ০৩:৪৬
Share: Save:

শুক্রবার সেনসেক্স পড়ল ৩০১ পয়েন্ট। দাঁড়াল ২৫,৪৮৯.৫৭ অঙ্কে। ডলারে টাকার দামও পড়েছে ১৫ পয়সা। এক ডলার হয়েছে ৬৬.৭৭ টাকা। বিশেষজ্ঞদের দাবি, এপ্রিলে খুচরো মূল্যবৃদ্ধি বেড়ে ৫.৩৯% ছোঁয়ায় রিজার্ভ ব্যাঙ্ক এখন আর সুদ কমাবে না বলে আশঙ্কা লগ্নিকারীদের। পাশাপাশি ভারতের শেয়ার বাজারে কালো টাকার প্রবেশ আটকাতে বিদেশের লগ্নিকারীকে পি-নোট দেওয়া ও হস্তান্তরে আরও কড়া হওয়ার পরিকল্পনা করেছে নিয়ন্ত্রক সেবি। এটি লগ্নির একটি মাধ্যম যা এ দেশে নথিভুক্ত বিদেশি আর্থিক লগ্নিকারীগুলি সেই সব বিদেশি বিনিয়োগকারীদের দেয়, যারা নথিভুক্ত না-হয়েই পুঁজি ঢালতে চায়। ফলে দেশে কালো টাকা ঢোকার ভয় থাকে। তাই পি-নোট দেওয়ার আগে লগ্নিকারীর তথ্য বিচারে আরও কড়া হতে চাইছে সেবি। বদল আনতে চাইছে কেওয়াইসি বিধি ও পি-নোটের হস্তান্তর যোগ্যতায়। যা হলে বিদেশি পুঁজি আসা কমবে বলেও উদ্বেগ ছড়িয়েছে ভারতে। ফলে নেমেছে সূচক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

P-note Share market down fall
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE