গাড়ি থেকে শুরু করে এফএমসিজি— কর্মী ছাঁটাইয়ের আতঙ্কে ভুগছে সব শিল্প ক্ষেত্র। তার মধ্যেই শুক্রবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সংযুক্তিকরণের ঘোষণায় একই শঙ্কার মেঘ দানা বেঁধেছিল ব্যাঙ্কিং সেক্টরেও। কিন্তু সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, ‘‘এক জন কর্মীও বাদ পড়বেন না।’’ নির্মলা সীতারামনের ঘোষণায় কিছুটা হলেও স্বস্তিতে ব্যাঙ্ক কর্মীরা। ‘দেশে কি আর্থিক মন্দা চলছে— এই প্রশ্ন কার্যত এড়িয়েই গিয়েছেন অর্থমন্ত্রী।
তীব্র সঙ্কটে গাড়ি শিল্প। ফাস্ট মুভিং কনজিউমার গুডস থেকে প্রায় সব শিল্প ক্ষেত্রে আশঙ্কার কালো মেঘ। অধিকাংশ ক্ষেত্রে কর্মী ছাঁটাই করে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে। তার মধ্যেই শুক্রবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তির ঘোষণা করেছিলেন নির্মলা সীতারামন। জানিয়েছিলেন ১০টি ব্যাঙ্ক একত্রিত করে চারটি ব্যাঙ্কে পরিণত হবে। অর্থমন্ত্রীর যুক্তি ছিল, এর ফলে ব্যাঙ্কগুলির ধার দেওয়ার ক্ষমতা বাড়বে। তাতে আর্থিক ক্ষেত্রে কিছুটা গতি আসবে।
শুক্রবার ঘোষণার সময়ও বলেছিলেন, সংযুক্তিকরণের ফলে কর্মীদের কোনও সমস্যা হবে না। কাউকে ছাঁটাই করা হবে না। কিন্তু তার পরেও এই সব ব্যাঙ্কগুলির কর্মী মহলে ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। ছাঁটাইয়ের আতঙ্ক জাঁকিয়ে বসে কর্মীদের মধ্যে। সেই শঙ্কা থেকেই ব্যাঙ্ক কর্মী-অফিসারদের ইউনিয়ন এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে, আন্দোলনে নামার প্রস্তুতিও চলছে। কিন্তু শুক্রবারের সেই আশ্বাস আরও একবার স্পষ্ট করে কর্মী মহলের শঙ্কা দূর করার চেষ্টা করলেন সীতারামন।