আমেরিকার শুল্ক নিয়ে সমস্যা তো রয়েইছে। এ বার সঙ্কট বৃদ্ধির ইঙ্গিত মেক্সিকোর হুমকি এবং ভারতের পাল্টা হুঁশিয়ারিতে। ভারত-সহ যাদের সঙ্গে বাণিজ্য চুক্তি নেই, তাদের পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক বসানোর কথা জানিয়েছে উত্তর আমেরিকার দেশটি। আর তার বিরুদ্ধেই সুর চড়িয়েছে নয়াদিল্লি। কড়া প্রতিবাদ জানিয়ে কেন্দ্রের বার্তা, রফতানি শিল্পকে রক্ষা করার ব্যবস্থা নিতে পিছপা হবে না ভারত। তবে সরকার যে মেক্সিকোর সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে, তা-ও মনে করিয়ে দিয়েছে তারা।
১ জানুয়ারি থেকে ভারত, চিন, ব্রাজ়িল, তাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়ার মতো বিভিন্ন দেশের পণ্যে শুল্ক চাপাবে মেক্সিকো। লক্ষ্য, আমদানি কমিয়ে নিজেদের দেশে উৎপাদন বাড়ানো। ভারতের দাবি, এই শুল্ক একতরফা এবং বিশ্ব বাণিজ্যে সহযোগিতার পরিপন্থী। দু’দেশের মধ্যে আর্থিক সম্পর্কেরও বিরোধী। সরকারি মহলের দাবি, আপাতত এই শুল্ক খতিয়ে দেখা চলছে। তার প্রভাব কী হতে পারে, যাচাই করছে কেন্দ্র। সব পক্ষের সঙ্গে যোগাযোগও রাখা হচ্ছে।
বাণিজ্য মন্ত্রকের হিসাবে, গত অর্থবর্ষে (২০২৪-২৫) মেক্সিকোয় ভারত রফতানি করেছিল ৫৭৫ কোটি ডলারের (প্রায় ৫২,০৩৭ কোটি টাকা) পণ্য। মোট রফতানিকৃত যাত্রিগাড়ির ১৩% গিয়েছে সেখানে। দু’চাকার ১২%। অন্য দিকে, মেক্সিকো থেকে আমদানির অঙ্ক দাঁড়ায় ২৯০ কোটি ডলার (প্রায় ২৬,২৪৫ কোটি টাকা)।
রফতানি শিল্পের সংগঠন ফিয়োরদাবি, মেক্সিকোর শুল্কের ধাক্কা লাগতে পারে বস্ত্র, প্লাস্টিক, যন্ত্রপাতি, রাসায়নিক, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ, বৈদ্যুতিন ও বৈদ্যুতিক পণ্যে। সেই আশঙ্কা করে ইতিমধ্যেই কেন্দ্রের হস্তক্ষেপও দাবি করেছে গাড়ির যন্ত্রাংশ শিল্পের সংগঠন অ্যাকমা। আপাতত দেখার, মেক্সিকোর সঙ্গে নয়াদিল্লি কোনও রফায় আসতে পারে কি না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)