আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক-হুঁশিয়ারির মধ্যেই ভারতের দুশ্চিন্তা বাড়াল বাণিজ্য সংক্রান্ত পরিসংখ্যান। সোমবার কেন্দ্র জানিয়েছে, জানুয়ারিতে ভারতের পণ্য রফতানি এক বছর আগের তুলনায় ২.৩৮% সঙ্কুচিত হয়ে ৩৬৪৩ কোটি ডলারে নেমেছে। এই নিয়ে টানা তিন মাস তা কমল। আমদানি ১০.২৮% বেড়ে হয়েছে ৫৯৪২ কোটি ডলার। ফলে বাণিজ্য ঘাটতি বেড়ে ছুঁয়েছে ২২৯৯ কোটি ডলার।
সংশ্লিষ্ট মহলের বক্তব্য, ট্রাম্প সমস্ত ইস্পাত-অ্যালুমিনিয়ামে ২৫% আমদানি শুল্ক চাপিয়েছেন। হুঁশিয়ারি দিয়েছেন এর পর দেশ বেছে বেছে শুল্ক বসানোর। ইউরোপীয় ইউনিয়ন এবং চিন পাল্টা জবাবের বার্তাও দিয়েছে। শুল্ক যুদ্ধের আশঙ্কা রফতানি শিল্পের লড়াই আরও কঠিন করছে।
রফতানি শিল্পের ক্ষেত্রের সংগঠন ফিয়ো-র ডিজি অজয় সহায়ের বক্তব্য, ‘‘ট্রাম্পের হুমকি এবং বিশ্ব অর্থনীতির অস্থিরতায় রফতানি কমেছে সারা বিশ্বে। তবে ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি হলে ভারতীয় পণ্যের শুল্কও কমবে। ফলে রফতানি বাড়বে।’’ ফিয়ো-র পূর্বাঞ্চলের চেয়ারম্যান যোগেশ গুপ্ত বলেন, ‘‘বড়দিনের ছুটির পরে বাণিজ্যে ভাটা পড়ে। আশা করছি, অবস্থার উন্নতি হবে।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)