চলতি ২০২৪ সালে ভারতের অর্থনীতি ৭.২% বাড়বে বলে মনে করে মূল্যায়ন সংস্থা মুডি’জ়। তবে তাদের হুঁশিয়ারি, মূল্যবৃদ্ধির হার ফের মাথা তুলতে শুরু করেছে দেশে। খাদ্যপণ্যের চড়া দামের সঙ্গেই ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং খামখেয়ালি আবহাওয়া চিন্তায় রাখবে সব মহলকে। মূলত সেই কারণেই রিজ়ার্ভ ব্যাঙ্কের সুদ কমানোর আশু সম্ভাবনা দেখা যাচ্ছে না।
সরকারি পরিসংখ্যান বলছে, গত এপ্রিল-জুনে দেশে আর্থিক বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৬.৭%। এ দিকে উৎসবের মরসুমে অক্টোবরে খুচরো মূল্যবৃদ্ধি শীর্ষ ব্যাঙ্কের সহনসীমা পেরিয়ে পৌঁছেছে ৬.২১ শতাংশে। যা ১৪ মাসে সর্বাধিক। পাইকারি বাজারে দর বেড়েছে ২.৩৬%। সেটাও চার মাসে সর্বোচ্চ। বৃহস্পতিবার সকলকে চমকে দিয়ে বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের যদিও দাবি ছিল, শীর্ষ ব্যাঙ্কের উচিত অবিলম্বে সুদ কমানো। এর জন্য খাদ্যপণ্যের দামকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। মুডি’জ়ের বক্তব্য, শীর্ষব্যাঙ্ক আগামী দিনে সুদ ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়ে রেখেছে ঠিকই। কিন্তু সেটা আদৌ কতটা হবে, তা বলা যাচ্ছে না।
সামগ্রিক ভাবে অবশ্য এখনও মূল্যবৃদ্ধি এবং আর্থিক বৃদ্ধির নিরিখে বিশ্ব অর্থনীতিতে ভারত বেশ ভাল জায়গায় দাঁড়িয়ে রয়েছে বলে মনে করে মূল্যায়ন সংস্থাটি। তাদের বক্তব্য, এই অবস্থা চললে ২০২৪ সালে ৭.২% হারে বাড়বে ভারত। পরের বছর সেই হার হতে পারে ৬.৬% এবং ২০২৫ সালে ৬.৫%। সেই সঙ্গে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের শাসনকাল কেমন যায় ও চিন-সহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক কোন দিকে গড়ায়, তার উপরে বিশ্ব অর্থনীতির গতি নির্ভর করবে বলে জানাচ্ছে তারা। উল্লেখ্য, গতকাল এসঅ্যান্ডপি-র পূর্বাভাস ছিল, চলতি বছর থেকে তিন অর্থবর্ষে ভারতে বৃদ্ধি হতে পারে ৬.৫%-৭%।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)