Advertisement
০২ মে ২০২৪

তেজি হয়ে উঠল শেয়ার বাজার, বাড়ল টাকার দাম

হঠাৎই তেজি হয়ে উঠল শেয়ার বাজার। শুক্রবার এক লাফে সেনসেক্স ৪০১ পয়েন্টেরও বেশি বেড়ে গিয়েছে। ২৪৮৭০.৬৯ অঙ্কে উঠে এসেছে সূচক।শেয়ারের পাশাপাশি এই দিন বেড়েছে টাকার দামও

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৬ ১৯:২৫
Share: Save:

হঠাৎই তেজি হয়ে উঠল শেয়ার বাজার। শুক্রবার এক লাফে সেনসেক্স ৪০১ পয়েন্টেরও বেশি বেড়ে গিয়েছে। ২৪৮৭০.৬৯ অঙ্কে উঠে এসেছে সূচক।

শেয়ারের পাশাপাশি এই দিন বেড়েছে টাকার দামও। ডলারের সাপেক্ষে টাকার দাম ৩৪ পয়সা বেড়ে যাওয়ার ফলে বিদেশি মুদ্রার বাজার বন্ধের শেষ বেলায় প্রতি ডলারের দাম এসে দাঁড়িয়েছে ৬৭.৮৯ টাকা।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এই দিন বেশ কিছুটা বেড়েছে। উচ্চ মানের পেট্রোলিয়াম ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেল ৩৪.২৪ ডলারে উঠে গিয়েছে। তেলের দাম বেড়ে যাওয়ার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে মূলধনী বাজার খুশি। আর এর জেরেই এই দিন এশিয়ার প্রায় সব শেয়ার বাজারেই সূচকের মুখ ছিল উপরের দিকে। এরই প্রভাব ভারতের শেয়ার বাজারেও পড়েছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

তেলের দাম বৃদ্ধি ছাড়াও আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ আপাতত সুদের হার আর বাড়াবে না বলে মনে করছে শেয়ার বাজার মহল। বাজার তেজি হওয়ার ক্ষেত্রে এই বিষয়টিও রসদ জুগিয়েছে।

তবে এই দিন শেয়ার বাজার উঠলেও বাজারের অনিশ্চয়তা এখনই কাটবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

stock market movement high
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE