Advertisement
২৯ মার্চ ২০২৩
Reliance Jio

বকেয়া নিয়ে ভোডাফোন-এয়ারটেলকে রেহাই না দিতে টেলিকম মন্ত্রককে চিঠি জিয়ো কর্তৃপক্ষের

একটানা ১১ ত্রৈমাসিকে লাভের মুখ দেখেনি ভোডাফোন আইডিয়া। জুন মাসে প্রথমবার বিপুল ক্ষতি হয়েছে ভারতী এয়ারটেলেরও।

ভোডাফোন এবং এয়ারটেলকে রেহাই দেওয়ার বিরুদ্ধে রিলায়্যান্স। —ফাইল চিত্র।

ভোডাফোন এবং এয়ারটেলকে রেহাই দেওয়ার বিরুদ্ধে রিলায়্যান্স। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৯ ১৪:০৮
Share: Save:

প্রতিদ্বন্দ্বী ভোডাফোন এবং এয়ারটেলের আবেদনে সরকার যাতে সাড়া না দেয়, এ বার সেই চেষ্টায় নেমে পড়ল মুকেশ অম্বানীরিলায়্যান্স জিয়ো ইনফোকম লিমিটেড। সম্প্রতি কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে চিঠি দিয়েছে তারা। তাতে বলা হয়েছে, শেয়ার বেচে বকেয়া টাকা মেটানোর ক্ষমতা রয়েছে ওই দুই সংস্থার। তা থেকে কোনও ভাবে রেহাই দেওয়া উচিত নয় তাদের।

Advertisement

প্রতিটি টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থার কাছ থেকে শুল্ক আদায় করে কেন্দ্রীয় সরকার। ৫ শতাংশ হারে শুল্ক আদায় করা করা হয় তাদের লভ্যাংশের উপরও। কিন্তু একটানা ১১ ত্রৈমাসিকে বিপুল লোকসান হওয়ায় সেই বাবদ ৭০০ কোটি মার্কিন ডলার বকেয়া মেটাতে পারেনি ভোডাফোন এবং এয়ারটেল, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫০ হাজার কোটি টাকা। গতমাসে তাদের সেই টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

আদালতের রায়ের পর কেন্দ্রীয় সরকারের কাছে বকেয়া অর্থ মকুবের আর্জি জানায় ওই দুই সংস্থা। তারা জানায়, অন্যান্য শিল্পের মতো এই মুহূর্তে টেলিকম ক্ষেত্রও ধুঁকছে। একটানা ১১ ত্রৈমাসিকে লাভের মুখ দেখেনি ভোডাফোন আইডিয়া। জুন ত্রৈমাসিকে প্রথমবার বিপুল ক্ষতি হয়েছে ভারতী এয়ারটেলেরও। এমন পরিস্থিতিতে পরিষেবা এবং রাজস্ব শুল্কের উপর কিছুটা ছাড় দেওয়া হোক।

আরও পড়ুন: দেশ জুড়ে ইন্ডিগোর সার্ভার বিকল, কাউন্টারে দীর্ঘ লাইন, চরম ভোগান্তি যাত্রীদের​

Advertisement

তাদের দাবি মেনে বিষয়টি নিয়ে আলোচনায় সম্মত হয়েছিল টেলিকম মন্ত্রক। ওই দুই সংস্থাকে কোনওরকম ছাড় দেওয়া যায় কি না, তার জন্য একটি প্যানেলও গঠিত হয়েছিল। তাতেই বাদ সেধেছে মুকেশ অম্বানীর সংস্থা। রিলায়্যান্স জিয়োর নীতি-নির্ধারণ সংক্রান্ত বিভাগের প্রেসিডেন্ট কপূর সিংহ গুলিয়ানি চিঠিতে জানান, ‘সম্পত্তি বা ১৫-২০ শতাংশ শেয়ার বেচেই ৪০ হাজার কোটি টাকা শোধ করতে পারে ভারতী এয়ারটেল লিমিটেড। ইন্ডাস টাওয়ার ব্যবসা থেকেও টাকা জোগাড় করা সহজ। ওই ব্যবসায় ভোডাফোনেরও অংশীদারিত্ব রয়েছে। এ ছাড়াও, টাকা জোগাড়ের অন্য অনেক উপায় রয়েছে ওদের কাছে।’

আরও পড়ুন: ‘এখানে ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হচ্ছে’, ধনখড়ের মুখেও আড়িপাতার কথা​

চিঠিতে যে এয়ারটেলের ইন্ডাস টাওয়ার ব্যবসার কথা উল্লেখ করেছেন গুলিয়ানি, তার আওতায় ভারতে ১ লক্ষ ৬৩ হাজারের বেশি মোবাইল টাওয়ার পরিচালনা করে এয়ারটেল। শীর্ষ আদালতের রায় ঘোষণার তিন মাসের মধ্যে ওই এয়ারটেল এবং ভোডাফোনকে ওই টাকা মিটিয়ে দিতে হবে বলে দাবি করেছে রিলায়্যান্স। এই নিয়ে টেলিকম মন্ত্রককে তিনটি চিঠি দিল তারা। বিষয়টি নিয়ে ওই দুই সংস্থার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.