গাড়ি শিল্পকে পুরোপুরি স্বনির্ভর হতে হলে কেন্দ্র ও সংস্থাগুলিকে হাত মিলিয়ে কাজ করতে হবে, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়ামের সভায় লিখিত বক্তব্যে মোদী বলেন, ‘‘অর্থনীতি ও কর্মসংস্থানে গাড়ি শিল্পের ভূমিকা বিরাট। ফলে এই ক্ষেত্র স্বনির্ভর হলে উপকৃত হবে গোটা দেশ। তার জন্য আরও বেশি আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তিও প্রয়োজন।’’ এগিয়ে চলার পথে সরকারের পক্ষ থেকে কী সহায়তা লাগবে, সিয়ামকে তা জানাতেও বলেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে জিএসটি কমানোর জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেন টাটা মোটরসের কর্তা তথা সিয়ামের সভাপতি শৈলেশ চন্দ্র। এ দিনই দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে সিয়াম প্রধানমন্ত্রীর ছবি দিয়ে বিজ্ঞাপন প্রকাশ করেছে। বিজ্ঞাপন ছেপেছে টাটা মোটরস, মারুতি সুজ়ুকিও। উল্লেখ্য, ইতিমধ্যেই সিয়ামকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব বিপণিতে মোদীর ছবি দিয়ে পোস্টার লাগাতে নির্দেশ দেওয়া হয়েছে। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)