প্রথমে গ্রামে ব্যালটে ধাক্কা খোদ মোদীর গুজরাতে। তারপরে মহারাষ্ট্রে চাষিদের ‘লং মার্চ’। মধ্যরাতে ‘মুম্বই দখল’। লোকসভা ভোটের মুখে পরিস্থিতি সুবিধার নয় বুঝেই চাষিদের মন পেতে সব খরচ ধরে ফসলের ন্যূনতম দাম হিসেবের প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী। কিন্তু অর্থ মন্ত্রকের কর্তারাই মানছেন, তার জন্য টাকা জোগাড় করা শক্ত। বিরোধীরা বলছেন, ওই কথা দেওয়া স্রেফ মন ভেজাতে। তাই সব মিলিয়ে, ফসলের দর নিয়ে নাভিশ্বাস কেন্দ্রের।
‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদী বলেছেন, তাঁর সরকার চাষের খরচের দেড় গুণ দাম দেবে। খরচের মধ্যে ধরা হবে সব কিছুই। এত দিন সরকার চাষের উপকরণের খরচ ও পরিবারের সদস্যদের শ্রমের আনুমানিক মজুরি যোগ করে মোট খরচ হিসেব করত। কিন্তু চাষিরা চান, তার সঙ্গে জমি বা যন্ত্র ভাড়া দেওয়া হলে যে আনুমানিক আয় হত, তা-ও যোগ করা হোক।
অর্থ মন্ত্রকের এক কর্তার যুক্তি, ‘‘জেটলি যা বলেছিলেন, তাতেই ৮০ হাজার কোটি টাকা বাড়তি খরচ হবে। এখন খরচের হিসেবই যদি আরও বড় করে কষতে হয়, তা হলে তো ফাঁকা হয়ে যাবে কোষাগারই।’’ বরাদ্দের থেকে ৩০-৪০% লাগবে।