E-Paper

নতুন হারে জিএসটি চালু হলে কাটতে পারে ঝিমুনি, আশায় গাড়ি শিল্প

বিক্রেতাদের সংগঠন ফাডার আর্জি, সুযোগ যখন তৈরি হয়েইছে, তখন গাড়ি শিল্পের হাল বদলের স্বার্থে কম জিএসটির হার যতটা সম্ভব আগে লাগু হোক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ০৬:৫০
ঝিমিয়ে গাড়ি শিল্প।

ঝিমিয়ে গাড়ি শিল্প। —প্রতীকী চিত্র।

বছরখানেক ধরে শ্লথ বিক্রির জেরে ঝিমিয়ে গাড়ি শিল্প। কেন্দ্রের জিএসটির হার ছাঁটাইয়ের সিদ্ধান্ত দাম কমিয়ে সেই ঝিমুনি কাটাতে পারে বলে আশা। এই আবহে কেন্দ্রের কাছে গাড়ি বিক্রেতাদের সংগঠন ফাডার আর্জি, সুযোগ যখন তৈরি হয়েইছে, তখন গাড়ি শিল্পের হাল বদলের স্বার্থে কম জিএসটির হার যতটা সম্ভব আগে লাগু হোক। প্রধানমন্ত্রী বলেছিলেন, এটি হবে দীপাবলির উপহার। ফাডা তা আরও আগে চালুর পক্ষে। সংশ্লিষ্ট মহলের মতে, কর কমলেই গাড়ির দাম কমবে। সঙ্গে সঙ্গে বিক্রি গতি পেতে পারে। উৎসবের মরসুমে গাড়ির চাহিদা বেশি থাকে বলে গোটা প্রক্রিয়া যত দ্রুত শুরু হবে, তত লাভ।

সোমবার ফাডা আর্জি জানিয়ে অর্থ, বাণিজ‍্য ও ভারী শিল্প মন্ত্রককে চিঠি দিয়েছে। লিখেছে, সেপ্টেম্বরের শুরুতে জিএসটি পরিষদের যে বৈঠক হওয়ার কথা, তা আরও এগিয়ে আনা হোক। সেখানে দ্রুত কর কাঠামো স্থির করে নতুন হার বসে যাক। গাড়ির উপর সেস-ও যেন গোড়াতেই স্পষ্ট করে দেওয়া হয়। উল্লেখ‍্য, ৩-৪ সেপ্টেম্বর পরিষদ বৈঠক। সূত্রের খবর, সেপ্টেম্বরের ২২-২৩ তারিখ নাগাদ করের নতুন হার চালু হতে পারে।

চিঠিতে ফাডা লিখেছে, ১৫ অগস্ট প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকেই মানুষ জিএসটি কমার আশায় বসে। ফলে বিক্রি কমেছে। উৎসবের মরসুম মূলত সেপ্টেম্বর-ডিসেম্বর। নতুন হার চালু হতে সেপ্টেম্বর গড়িয়ে গেলে মরসুমের পুরোটা কাজে লাগানো যাবে না অনেকেই গাড়ি কেনা স্থগিত রাখায়। অগস্ট, সেপ্টেম্বরের বিক্রি তলিয়ে যাবে। গাড়িতে এখন ২৮% জিএসটি বসে। নয়া হার সর্বাধিক হতে পারে ১৮%। একাংশের আশা, ছোট গাড়ির বিক্রি বাড়াতে সেগুলির কর আরও কম হতে পারে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

GST Cars

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy