Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মার্কিন পণ্যে শুল্ক আরও ৪৫ দিনে

সংশ্লিষ্ট মহলের মতে, বাণিজ্য যুদ্ধের উত্তাপকে পাশে সরিয়ে রেখে কিছুটা কাছাকাছি আসার চেষ্টা করছে দুই দেশ। ইরান থেকে তেল আমদানি কিংবা রাশিয়া থেকে অস্ত্র কেনার বিষয়ে ভারতকে কিছুটা ‘ছাড়’ দেওয়ার ইঙ্গিত দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৮ ০৫:০৯
Share: Save:

আখরোট, আমন্ড, ডাল-সহ আমেরিকা থেকে আমদানি হওয়া ২৯টি পণ্যে বর্ধিত শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল শনিবারই। কিন্তু তা ৪৫ দিন পিছিয়ে দিল কেন্দ্র। অর্থ মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ১৮ সেপ্টেম্বর থেকে নতুন শুল্ক বসবে।

সংশ্লিষ্ট মহলের মতে, বাণিজ্য যুদ্ধের উত্তাপকে পাশে সরিয়ে রেখে কিছুটা কাছাকাছি আসার চেষ্টা করছে দুই দেশ। ইরান থেকে তেল আমদানি কিংবা রাশিয়া থেকে অস্ত্র কেনার বিষয়ে ভারতকে কিছুটা ‘ছাড়’ দেওয়ার ইঙ্গিত দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। তেমনই এ বার মার্কিন পণ্যে শুল্ক বসানোও কিছুটা বিলম্বিত করল মোদী সরকার। এর আগেও ভারত জানিয়েছিল, ওই শুল্ক বসাতে হয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনে। এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে মন কষাকষি চায় না তারা। যদিও ইস্পাত ও অ্যালুমিনিয়ামে মার্কিন মুলুকে বসানো শুল্ক নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বারস্থ হয়েছে দিল্লি।

এ বছর ভারত-মার্কিন বাণিজ্যে আমেরিকার ঘাটতি কমেছে। প্রথম ছ’মাসে মার্কিন রফতানি বেড়েছে ২৮.৪২%। ভারতের ১৩.১১%।

ট্রাম্পকে বার্তা: ৬,০০০ কোটি ডলারের মার্কিন পণ্যে শুল্ক চাপানোর হুমকি দিয়ে রেখেছে চিন। আজ তারা জানাল, বাণিজ্য যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের হুমকি মানা হবে না। সে দেশের বিদেশমন্ত্রী ওয়াং য়ি বলেছেন, দেশবাসীর স্বার্থেই এই সিদ্ধান্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Duty Goods India USA Customs
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE